× Banner
সর্বশেষ
মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক মহানবী (সা.) -ধর্ম উপদেষ্টা পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তি, বাড়ছে পাকিস্তানের উপর ইসরায়েলের দূরত্ব বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে জেনারেল হাসপাতাললে ৭ দালালকে কারাদন্ড বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে”- আনিসুর রহমান তালুকদার সৌদি আরবে অবৈধ প্রবাসীদের সুখবর দিলো সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য শারদীয় দুর্গাপূজার সূচনায় মহালয়া আজ আজ ২১ সেপ্টেম্বর রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ সেপ্টেম্বর রবিবারে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেক্স
হালনাগাদ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
গৃহবধূকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর হাতিয়াতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার মো.দিদার উদ্দিন (৩৫) উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্যাকিয়া গ্রামের মো.শাহজাহানের ছেলে।

আজ শনিবার (১৫ মার্চ) দুপুরের দিকে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, গতকাল শুক্রবার ১৪ মার্চ চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গৃহবধূ তাসলিমা বেগমের (২৫) সাথে ১০/১২ বছর আগে পারিবারিক ভাবে দিলদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি পরিবারের অন্য সদস্যদের প্ররোচনায় ভিকটিম তাসলিমা বেগমের কাছে যৌতুক দাবি করেন ।

এছাড়াও শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করেন। বিদেশে যাওয়ার কথা বলে কয়েক ধাপে যৌতুক নেন। গত ৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে দিলদার পুনরায় তার স্ত্রীর কাছে ৫ লক্ষ টকো যৌতুক দাবি করে।

ভিকটিম যৌতুকের টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে দিলদারসহ পরিবারের আরও পাঁচ সদস্য পরস্পর যোগসাজসে ভিকটিমকে এলোপাতাড়ি লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভন্ন অংশ জখম করে এবং চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে। একপর্যায়ে তাদের মারধরের কারণে ভিকটিম মাটিতে লুটে পড়ে মৃত্যু বরণ করে। পরে এ ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে মামলা দায়ের করেন।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু, গ্রেপ্তার আসামি জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..