× Banner
সর্বশেষ
প্রাণী বাঁচান, গ্রহ বাঁচান প্রতিপাদ্য পালিত হচ্ছে বিশ্ব প্রাণী দিবস আজ ফাতেহা-ই-ইয়াজদাহম গাজা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে হামাস আজ ৪ অক্টোবর শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ অক্টোবর শনিবারে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক 

গুগল বিপজ্জনক সাইট থেকে রক্ষা করবে

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা বাড়িয়েছে গুগল। ব্রাউজিং করার সময় আপনাকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করতে চায় গুগল। অ্যানড্রয়েড ডিভাইসের জন্য তৈরি তাদের সর্বশেষ ক্রম অ্যাপে ব্যবহারকারীকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপডেটকৃত অ্যাপে এমন একটি ফিচার জুড়ে দেওয়া হয়েছে, যেটি কোনো বিপজ্জনক ওয়েবসাইটে প্রবেশ করার আগেই আপনাকে সতর্ক করে দেবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

আপনি যদি ডেস্কটপ কম্পিউটারে ক্রম ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই এরই মধ্যে গুগলের এই সতর্কবাণী আগে পেয়েছেন। ম্যালওয়্যার, ফিজিং স্ক্যাম কিংবা এ রকম ভয়ংকর জিনিস যেসব ওয়েবসাইটে রয়েছে, সেগুলো আপনার কম্পিউটার এবং ভার্চুয়াল জগতের জন্য খুবই বিপজ্জনক।

তাই এ রকম কোনো উপাদান থাকতে পারে সন্দেহ হলেই গুগল ক্রম আপনাকে সেই ওয়েবসাইটে আর ঢুকতে দেবে না এবং লাল রঙের একটি পেজে ভেসে আসবে সতর্কবাণী। এখন থেকে অ্যানড্রয়েডেও একই জিনিস দেখা যাবে।

‘অ্যানড্রয়েডে আসতে কেন এত দেরি হলো?’ এমন প্রশ্নের উত্তরে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, কম্পিউটার থেকে মোবাইল ডিভাইসে এ রকম নিরাপত্তার জাল বোনা বেশি কঠিন কাজ। কারণ, এখানে অল্প সময়ে প্রচুর পরিমাণ ডাটা সংগ্রহ করতে হয় এবং সেগুলো রাখতে হয় একেবারেই নির্ভুলভাবে এবং হালনাগাদ করতে হয় নিয়মিত। কিন্তু মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ কম্পিউটার থেকে অনেক ধীরগতির এবং অধিক ব্যয়বহুল।

তবে গুগল আরো জানিয়েছে, এই সম্পূর্ণ ফিচারটি প্রস্তুত করতে ডাটাগুলো যত সম্ভব সংকুচিত করার ব্যবস্থা করা হয়েছে এবং এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে সফটওয়্যারের জন্য মেমোরি ও প্রসেসরের কোনো চাপ না পড়ে।

আপডেটটি গুগল প্লের সার্ভিস অ্যাপের একটি অংশ হয়ে প্রবেশ করেছে। তবে এটি ডিভাইসে চালাতে হলে এর আগে লাগবে গুগল ক্রমের ৪৬তম সংস্করণ। গুগল জানিয়েছে, ফিচারটি এরই মধ্যে পৃথিবীর বেশির ভাগ অ্যানড্রয়েড ব্যবহারকারীর কাছে পৌঁছে গেছে। তবে তা নিশ্চিত হওয়ার জন্য ব্রাউজারে সেটিংসের প্রাইভেসি মেন্যু চেক করতে বলা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..