× Banner
সর্বশেষ
প্রাণী বাঁচান, গ্রহ বাঁচান প্রতিপাদ্য পালিত হচ্ছে বিশ্ব প্রাণী দিবস আজ ফাতেহা-ই-ইয়াজদাহম গাজা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে হামাস আজ ৪ অক্টোবর শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ অক্টোবর শনিবারে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক 

গুগলের শীর্ষ ১০ খেলার ইভেন্ট

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক: প্রতি বছরের শেষের দিকে গুগল প্রকাশ করে থাকে সারা বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলে কী কী সার্চ করেছে, সেগুলোর শীর্ষ ১০ তালিকা।

ব্যতিক্রম হয়নি এ বছরও। সম্প্রতি গুগল প্রকাশ করেছে ২০১৫ সালে ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলে সবচেয়ে বেশি খুঁজেছে, এমন শীর্ষ ১০ সার্চ তালিকা।

এ ছাড়াও ক্যাটাগরি ভিত্তিক তালিকাও প্রকাশ করেছে গুগল। যেমন ২০১৫ সালে সবচেয়ে বেশি সার্চ করা শীর্ষ ১০- খবর, ব্যক্তিত্ব, খেলার ইভেন্ট, সিনেমা, টিভি অনুষ্ঠান, মৃত্যবরণ, মিউজিক শিল্পী এবং প্রযুক্তি পণ্য।

জেনে নিন ২০১৫ সালে ২০১৫ সালে বিশ্বের বিভিন্ন দেশে গুগলে সার্চ করা শীর্ষ ১০ খেলার ইভেন্ট:

১. কোপা আমেরিকা।
২. উইম্বলডন।
৩. ট্যুর ডি ফ্র্যান্স।
৪. রাগবি ওয়ার্ল্ড কাপ।
৫. সুপার বোল।
৬. মেওয়েদার ভার্সেস পেকিয়াও।
৭. ইন্ডিয়ার প্রিমিয়ার লীগ।
৮. ইউএস ওপেন।
৯. আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ।
১০. অস্ট্রেলিয়ান ওপেন।


এ ক্যটাগরির আরো খবর..