13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অধ্যক্ষের যোগদান ও বিদায়ে কলেজ বিএনসিসি’র গার্ড অব অনার

Ovi Pandey
January 18, 2020 8:10 pm
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি: অবসরজনিত কারণে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান বিদায় নিয়েছেন। তার স্থলাভিষিক্ত হলেন প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম। নবাগত অধ্যক্ষের যোগদান ও সদ্যবিদায়ী অধ্যক্ষের কর্মস্থল ত্যাগ উপলক্ষে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রশাসন নানা আয়োজন করে। এসময় কলেজের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে দুই অধ্যক্ষকে গার্ড অব অনার জানায় বিএনসিসি প্লাটুন।
বিএনসিসি প্লাটুনের সদস্যরা অধ্যক্ষগণকে ফুলেল শুভেচ্ছাও জানান। এসময় লক্ষ্মীপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ শহীদ উদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোজহারুল হক, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কুমার সাহা ও প্রভাষক আবদুল কাদের সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষক পরিষদ মিলনায়তনে কলেজের বিভিন্ন বিভাগ, শিক্ষক পরিষদ ও শিক্ষার্থীদের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে দুই অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, লক্ষ্মীপুর সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম ১৪তম বিসিএস ব্যাচের ক্যাডার । তার পৈতৃক নিবাস লক্ষ্মীপুর সদর উপজেলার সানকিভাঙ্গা গ্রামে। তিনি ২০১১ সালের ৩ ডিসেম্বর থেকে ২০১২ সালের ১১ আগস্ট পর্যন্ত লক্ষ্মীপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। সর্বশেষ রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন এই শিক্ষাবিদ
http://www.anandalokfoundation.com/