ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এরিয়া প্রোগ্রামের আওতায় অতি-দরিদ্র ও ভিক্ষুকদের মাঝে ২শত ৯৯ টি গাভী বিতরণ করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারী বিকেল ৫ টায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে ধামইরহাট মহিলা কলেজে অতি দরিদ্র পরিবারের ২শত ৯২ জন ও ০৭ জন ভিক্ষুকদের পূনর্বাসনে গাভী বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ। এ সময় উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী মন্ডল, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম, ওয়ার্ল্ড ভিশন ব্যবস্থাপক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন, ওয়ার্ল্ড ভিশনের গ্রাম উন্নয়ন কমিটি (ভিডিসি)’র সভাপতি মফিজ উদ্দিন, মেহেদী হাসান, জিল্লু মার্ডি, তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।