× Banner
সর্বশেষ
দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা শশী কাপুর ও তার পরিবার এ বছর দুর্গা পূজা যেভাবে হচ্ছে

গাংনীতে হাটের টেন্ডার নিয়ে মহিলা এম.পি এবং জেলা আ’লীগের সম্পাদকের লোক-জনের মধ্যে হাতাহাতি

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর :হাট টেন্ডার নিয়ে মেহেরপুরের গাংনীতে মহিলা এমপি (সংরক্ষিত) সেলিনা আখতার বানু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার বিকেলের দিকে গাংনী অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।
মহিলা এমপি সেলিনা আখতার বানু জানান, হাট বাজার টেন্ডারের বিষয়ে আলোচনার সময় পুর্বের কিছু বিষয়ে কথা বলেন তার পিএস ও সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ পারভেজ। এতে ক্ষিপ্ত হন কয়েকজন নেতা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক ও গাংনী থানা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন পক্ষের লোকজনের মধ্যে হাট ভাগাভাগি করার প্রস্তাব দেন তারা। বিষয়টির প্রতিবাদ করেন মাসুদ পারভেজ।

এ সময় মাসুদ পারভেজের সঙ্গে এম.এ খালেক ও সাহিদুজ্জামান খোকন পক্ষের কয়েকজনের হাতাহাতি হয়। এসময় তিনি তার লোকজনকে শান্ত করে মিটিং থেকে বেরিয়ে আসেন। জেলা প্রশাসক ও ইউএনওকে সঠিক নিয়মে হাটের টেন্ডার করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে এম.এ খালেক ও সাহিদুজ্জামান খোকন পক্ষের নেতৃবৃন্দ জানিয়েছেন, মহিলা এমপির লোকজন হাট বাজার নিজেদের লোকজনের মধ্যে ইজারা পাওয়ার চেষ্টা করছেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তবে তারাও স্বচ্ছভাবে হাট টেন্ডারের পক্ষে রয়েছেন বলে দাবি করেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন জানান, আগামী ২৮ জানুয়ারী এ উপজেলার বিভিন্ন হাট বাজারের হাটের টেন্ডারের জন্য দরপত্র বিক্রি করা হচ্ছে। নিয়ম-তান্তিকভাবে দরপত্র বিক্রি ও জমা নেওয়া হবে। কোনভাবেই বিশৃংখলা চলবে না।

টেন্ডার নিয়ে উপজেলা প্রশাসন কোন পক্ষপাতিত্ব করবেনা বলে জানান তিনি।
গাংনী থানার ওসি আকরাম হোসেন বলেন, উত্তেজনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..