× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

গাংনীতে ধষর্কের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামের স্কুল ছাত্রী ধর্ষনকারী সামসুল কসাইয়ের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানব বন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসি।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী প্রেসক্লাবের সামনে নারী নেত্রী নুরজাহান বেগমের নেতৃত্বে ঘন্টাব্যাপি ওই মানব বন্ধনে এলাকার সর্বস্তরের জনতা অংশ নেন। পরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

নারী নেত্রী নুরজাহান বেগম জানান, এ উপজেলার মহিষাখোলা গ্রামের ষষ্ঠ শ্রেনীর ছাত্রীকে একই গ্রামের তার বান্ধবীর পিতা সামসুল কসাই ধর্ষন করে। বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকিও দেয়া হয়। ধর্ষনের কারণে ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়লে ঘটনাটি ধামাচাপা দিতে সামসুল কসাই জোরপূর্বক ছাত্রীটিকে একটি ক্লিনিকে নিয়ে গর্ভপাত ঘটায়। এতে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় র্ধষিতার পিতা বাদী হয়ে ১০ অক্টোবর গাংনী থানায় একটি মামলা দায়ের করে। মামলা হওয়ার ১০দিন অতিবাহিত হলেও পুলিশ অদ্যাবদি তাকে আটক করতে পারেনি।

আসামী সামসুল প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাকে গ্রেফতার না করে পলাতক দাবী করছে। মানব বন্ধনে বক্তব্য রাখেন মহিষাখোলা গ্রামের আদম আলী, আহমেদ আলী, শাহিনুজ্জামান, টিপু মিয়া, কামরুজ্জামান প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..