৩৪ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে চড়ে অবসরে গেলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ
খোঁচাবাড়ী ১ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (বিএসসি) মিনাজ মেহের আলম। প্রিয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা দিয়েছেন রাজকীয় সংবর্ধনা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে দিনব্যাপী চলে নানা অনুষ্ঠান। বিদায় অনুষ্ঠানকে ঘিরে অবিভাবক সমাবেশ ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে দিনব্যাপী। বিকেলে বিদায় ও সংবর্ধনা শেষে লাল গালিচা মাড়িয়ে হেঁটে চলেন তিনি। এ সময় তাঁকে ফুল ছিটিয়ে সম্মান জানানো হয়। পরে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রায় ১৫ কিলোমিটার পথ পারিদিয়ে মোটরসাইকেল সভাযাত্র মধ্য দিয়ে নিজ বাড়িতে পৌঁছান দেন শিক্ষার্থী, অবিভাবক ও সহকর্মী বৃন্দ।
সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল চন্দ্র রায়, বিদায়ী সিনিয়র বিএসসি শিক্ষক মিনাজ মেহের আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক পুঞ্জমহন রায়, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মমতাজ হেসেন প্রধান, অবসরপ্রাপ্ত শিক্ষক লুতফুর রহমান, সফিকুল আলম, প্রাক্তন শিক্ষার্থী জামায়াতে ইসলামীর সভাপতি মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক (বিএসসি) জগদীশ চন্দ্র রায়, মৌলবি শিক্ষক আব্দুল খালেকসহ অবিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
জানা গেছে, খোঁচাবাড়ী ১ উচ্চ বিদ্যালয়টি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় প্রাচীনতম বিদ্যাপীঠটি। ১৯৯১ সালে বিদ্যালয়ে সহকারী শিক্ষক (বিএসসি) হিসেবে শিক্ষকতা শুরু করেন মিনাজ মেহের আলম। এর আগে তিনি মাড়েয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। দীর্ঘ দিনের শিক্ষকতা জীবনে তিনি সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন। অবসর জনিত কারণে ৩১ জুলাই দীর্ঘ শিক্ষকতা জীবনের সমাপ্তি ঘটান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিক আব্দুল খালেক বলেন, “সারের সৎ উপদেশগুলো আমাদের অনেকের জীবনে পরিবর্তন নিয়ে এসেছে। শিক্ষার মান আমাদের বিদ্যালয়ে অনেক উন্নত হয়েছে। আমরা আরও কিছুদিন যতি স্যারকে পেতাম তাহলে আমরা হয়তো বা এই স্কুলটিকে বাংলাদেশের আরো সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে পারতাম। তিনি অনেক ভালো ও উদার মনের মানুষ। শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের কাছে বেশ প্রিয় ছিলেন। কখনো রাগ বা ক্ষোভ দেখিনি। পিতার মতো শিক্ষার্থীদের পড়িয়েছেন। আমার কর্ম জীবনে এমন শিক্ষক পেয়ে নিজেকে ধন্য মনে করছি। তিনি এতো উদার মনের মানুষ, কোনো শিক্ষকের বিপদ হলে সঙ্গে সঙ্গে যেতেন এবং খোঁজ খবর নিতেন। স্যার অবসর জনিত কারণে বিদায় নিয়েছেন। এটি সবাইকে মানতেই হবে। আমরা স্যারের দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করছি।”
সদ্য সাবেক সহকারী শিক্ষক (বিএসসি) মিনাজ মেহের আলম বলেন, “এই বিদ্যালয়ে দীর্ঘ ৩৪ বছর শিক্ষকতা শেষে অবসর নিয়েছি। মহান এ পেশায় নিজেকে নিয়োজিত করতে পেরে আজ আমি সার্থক। আমার শিক্ষকতায় অনেক শিক্ষার্থীদের পেয়েছি। তাদের ভালোবাসা পেয়েছি, তাদের মনে স্থান পেয়েছি বলেই শেষ বিদায়ে তারা আমাকে অশ্রুসিক্ত জলে বিদায় দিয়েছেন। আমি সার্থক এমন শিক্ষার্থীদের পেয়ে। আজকে শুধু আমার ফেয়ারওয়েল নয় শুধু শেষ কর্ম দিবস। আমি মনে করি আমার ছাত্র-ছাত্রীরা যে আমাকে ভালোবাসে তা আমি আগে জানতাম। তাদের ভালোবাসা নিয়েই আমি আমার বাকি জীবন কাটিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।”
অষ্টম শ্রেণীর এক ছাত্রী অশ্রুসিক্ত নয়নে বলেন, “স্যার খুব ভালো মানুষ ছিলেন। আমরাদের যত্নসহকারে পড়াতে। বুঝতে না পারলে বারবার বুঝিয়ে দিতেন। স্যারের অভাব আমরা কখনোই ভুলতে পারবো না।”
এ ক্যটাগরির আরো খবর..