14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

খেরসনের সীমান্ত এলাকার বেশ কয়েকটি বসতি পুনর্দখলের দাবি : ইউক্রেন

Link Copied!

কৃষ্ণসাগর তীরবর্তী অঞ্চল খেরসনের সীমান্ত এলাকার বেশ কয়েকটি বসতি পুনর্দখলের দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের সেনাবাহিনী জানায়, ইউক্রেনীয়দের প্রবল প্রতিরোধের মুখে রুশ সেনারা ওইসব এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে।

এদিকে, কয়েকদিন ধরে রাশিয়ান সামরিক বাহিনী খারকিভ শহর এবং ইজিয়াম শহরের উত্তরে অঞ্চলে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে বলে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সর্বশেষ আপডেটে বলা হয়েছে।

এছাড়া রুশ সেনাবাহিনী ইউক্রেনের লাইমান, সেভেরোডোনেটস্ক এবং পোপাসনায় আক্রমণাত্মক অভিযানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছে বলেও ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক ফেসবুক পোস্টে জানিয়েছে।

উল্লেখ, ২৬ এপ্রিল খেরসন অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে রাশিয়া।

http://www.anandalokfoundation.com/