13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চলবে গণপরিবহন খুলবে দোকান-শপিংমল ও

Palash Dutta
July 12, 2021 11:02 pm
Link Copied!

কোরবানির ঈদে মানুষের চলাচল শিথিল হচ্ছে। চলবে গণপরিবহন সেই সাাথে খুলবে দোকান-শপিংমল ও।

আগামী বৃহস্পতিবার ( ১৫ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত কিছুটা শিথিল হচ্ছে চলমান বিধিনিষেধ। স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। অন্যানা বিধিনিষেধ চলমান থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলছেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১৫ জুলাই ভোর ৬টা থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত কঠোর লকডাউন শিথিলের আদেশ কার্যকর থাকবে। ঈদের পর আবারও দুই সপ্তাহের লকডাউনে যাবে দেশ।

এছাড়া, খুলে দেওয়া হবে দোকানপাট-শপিং মল। তবে সরকারি অফিস ভার্চ্যুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস।

আগামী ১৭ জুলাই থেকে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কোরবানির হাট শুরু হবে। আর এই হাট চলবে ২১ জুলাই পর্যন্ত।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে। যা শেষ হচ্ছে ১৪ জুলাই মধ্যরাতে।

http://www.anandalokfoundation.com/