14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়া আজ আদালতে যাচ্ছেন না

admin
January 14, 2016 11:45 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: আজ বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার বিএনপির চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ কথা জানান।

পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এই মামলায় আসামিপক্ষে জেরার দিন ধার্য রয়েছে আজ।

এর আগে ৭ জানুয়ারি এই মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য নেওয়া শেষ হয়।  এরপর আসামিপক্ষে জেরার জন্য ১৪ জানুয়ারি দিন নির্ধারণ করেন আদালত।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে ২০১০ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  মামলার অন্য আসামিরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তৎকালীন সহকারী একান্ত সচিব ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

http://www.anandalokfoundation.com/