ক্যালিফোর্নিয়া টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা শুভানন্দ পুরী মহারাজের মহতী উদ্যোগে শারদীয় দুর্গাপূজার এক মনোজ্ঞ আড্ডা অনুষ্ঠিত হয়।
গত ৪ অক্টোবর ২০২৫ একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড: মনোরঞ্জন ঘোষালের নিজস্ব বাসভবন থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।
সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করেন সঙ্গীত শিল্পী কাব্যশ্রী রায় চৌধুরী। এ আড্ডায় অংশগ্রহণ করেন বাংলাদেশের বিভিন্ন গুণী শিল্পী যেমন: ড: মনোরঞ্জন ঘোষাল, বিজন মিস্ত্রী, লাকী সরকার ও কাব্যশ্রী রায় চৌধুরী। তবলায় সংগত করেন বাংলাদেশের বিখ্যাত তবলাবাদক কেশব সরকার।
অনুষ্ঠানের শুরুতে ড: ঘোষাল দূর্গাপূজার উপর জ্ঞানগর্ভ তাত্ত্বিক আলোচনা করেন। বিখ্যাত শিল্পী বিজন মিস্ত্রী রাগ ভৈরবীর উপর বন্দিস ও একাধিক নজরুল সঙ্গীত পরিবেশন করেন। বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত শিল্পী লাকী সরকার একাধিক নজরুল সঙ্গীত পরিবেশন করেন।
অন্যদিকে কাব্যশ্রী রায় চৌধুরী সঞ্চালকের দায়িত্ব পালনের পাশাপাশি ভৈরবী রাগের উপর একটি ঠুমরী এবং বেগম আখতারের গাওয়া “জোছনা করেছে আড়ি” গানটি পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন। সর্বশেষে মহারাজ শুভানন্দ পুরী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন মাধ্যমে ক্যালিফোর্নিয়া টিভির শারদীয় দূর্গাপূজার আড্ডার সমাপ্তি ঘোষণা করেন।