× Banner
সর্বশেষ
গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার -অধ্যাপক আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ

CA TV Desk

ক্যালিফোর্নিয়া টিভিতে (CA TV) শারদীয় দুর্গাপূজার আড্ডা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
শারদীয় দুর্গাপূজার আড্ডা

ক্যালিফোর্নিয়া টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা শুভানন্দ পুরী মহারাজের মহতী উদ্যোগে শারদীয় দুর্গাপূজার এক মনোজ্ঞ আড্ডা অনুষ্ঠিত হয়।

গত ৪ অক্টোবর ২০২৫ একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড: মনোরঞ্জন ঘোষালের নিজস্ব বাসভবন থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।

সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করেন সঙ্গীত শিল্পী কাব্যশ্রী রায় চৌধুরী। এ আড্ডায় অংশগ্রহণ করেন বাংলাদেশের বিভিন্ন গুণী শিল্পী যেমন: ড: মনোরঞ্জন ঘোষাল, বিজন মিস্ত্রী, লাকী সরকার ও কাব্যশ্রী রায় চৌধুরী। তবলায় সংগত করেন বাংলাদেশের বিখ্যাত তবলাবাদক কেশব সরকার।

অনুষ্ঠানের শুরুতে ড: ঘোষাল দূর্গাপূজার উপর জ্ঞানগর্ভ তাত্ত্বিক আলোচনা করেন। বিখ্যাত শিল্পী বিজন মিস্ত্রী রাগ ভৈরবীর উপর বন্দিস ও একাধিক নজরুল সঙ্গীত পরিবেশন করেন। বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত শিল্পী লাকী সরকার একাধিক নজরুল সঙ্গীত পরিবেশন করেন।

অন্যদিকে কাব্যশ্রী রায় চৌধুরী সঞ্চালকের দায়িত্ব পালনের পাশাপাশি ভৈরবী রাগের উপর একটি ঠুমরী এবং বেগম আখতারের গাওয়া “জোছনা করেছে আড়ি” গানটি পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন। সর্বশেষে মহারাজ শুভানন্দ পুরী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন মাধ্যমে ক্যালিফোর্নিয়া টিভির শারদীয় দূর্গাপূজার আড্ডার সমাপ্তি ঘোষণা করেন।

ক্যালিফোর্নিয়া টিভি লাইভ লিংক

 


এ ক্যটাগরির আরো খবর..