14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ৪দিন ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

Link Copied!

ব্যাপক উসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য ধর্মীয় মর্যদায় বিশ্ব শান্তি এবং মানব কল্যাণ কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়া শ্রীশ্রী গঁণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ৪দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার  ব্রহ্মমুহুর্তে শুরু হয়েছে এ মহানাম যজ্ঞানুষ্ঠান। নামসুধা পরিবেশন করছেন কৃষ্ণভক্ত সম্প্রদায়-খুলনা, জয় গুরু সনাতন  সম্প্রদায়- ফরিদপুর, গোকুল কৃষ্ণ সম্প্রদায়-গোপালগঞ্জ, প্রভু নিতাই সম্প্রদায়-খুলনা,শ্রীশ্রী শ্যাম সুন্দও সম্প্রদায়-সাতক্ষীরা,রাধামাধব সম্প্রদায়-গোপালগঞ্জ,মহাপ্রভু সম্প্রদায়-গোপালগঞ্জ,শ্যামাপূজা সম্প্রদায়-গোপালগঞ্জ,শিখাশ্রী সম্প্রদায়-গোপালগঞ্জ।

প্রতিদিন শত শত ভক্তের সমাগমে পূণ্যভূমিতে পরিণত হয়েছে এ ধর্মীয় অনুষ্ঠান। আগামী রবিবার অরুণোদয় সাথে এ ৩২ প্রহরব্যাপি অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তনের সমাপ্তি ঘটবে।

পারকোনা গঁণেশ পাগল সেবাশ্রম কমিটির সভাপতি মাইকে হিরোহিত বিশ^াস বলেন,প্রতি বছরের ন্যায় এবছরও নামযজ্ঞানুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের জন্য পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।  এই ৪দিনে হাজার হাজার ভক্তরা এই নামসংকীর্তনে অংশগ্রহণ করে মহানামসুধা শ্রবণ ও প্রসাদ গ্রহণ করবেন বলে আশা করছি। #