× Banner
সর্বশেষ
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বরিশাল আসছেন প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি বরিশালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

কুখ্যাত ভূমিদস্যু ও জালিয়াতি সম্রাট আসলাম

SDutta
হালনাগাদ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ জেলার দরিদ্র পরিবারে জন্ম নেওয়া আসলাম, বর্তমানে কৃত্রিম সম্পদ ও ভূমিদস্যু কর্মকাণ্ডে লিপ্ত। পিতার নাম আরশাদ আলী, যিনি দরিদ্র পরিবারের জীবিকা নির্বাহের জন্য নুন আনতে পান্তা ফুরাতো। হরিরামপুর নদীভাঙ্গন এলাকায় জন্ম নেওয়া আসলাম পরিবারের বড় ছেলে।

প্রায় এক দেড় যুগ আগে অভাব অনটনের তাগিদে আসলাম পরিবারসহ সাভার কুটুরিয়া দেওয়ান মার্কেট এলাকায় স্থানান্তরিত হন। সেখানে দোচালা টিনের বস্তিতে বসবাস করতে থাকেন। তবে তিনি সৎকর্মের পরিবর্তে ফাসিস্ট সরকারের আমলে তালিকাভুক্ত কিছু ভূমিদস্যু ও জাল-জালিয়াতকারী ব্যক্তির সঙ্গে যোগসাজশ শুরু করেন। সময়ের সঙ্গে নিজেই তিনি একজন ভুমিদস্যু ও জাল-জালিয়াত সম্রাটে পরিণত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসলাম কুটুরিয়া দেওয়ান মার্কেটের ফুজি গার্মেন্টসের সামনে চার তলা অট্টলিকা নির্মাণ করেছেন। এছাড়া নামে-বেনামে ও নিকট আত্মীয়-স্বজনের নামে সম্পদ স্থাপন করেছেন। ভুয়া কাগজপত্র তৈরি করে জমি দখল এবং অন্যের জমি জোরপূর্বক দখল করা আসলামের দৈনন্দিন কার্যক্রম।

তদন্তকালে ধনজয়পুর মৌজার BRS খতিয়ান নং ৪৫৯৬ BRও দাগ নং ১১৩৩২, জমির পরিমাণ ১৩.২০ শতাংশ, তাং ৩০-০৪-২৫ আশুলিয়া সাব-রেজিস্টারের মাধ্যমে ৬০৯৫ নং আমোক্তনামা দলিলে মিসেস শওকত আরা বসিরের পরিবর্তে ভিন্ন লোক দাঁড় করিয়ে দলিল সম্পূর্ণ করার তথ্য পাওয়া গেছে। মিসেস শওকত আরা বসির একজন ভেনিজুয়েলা প্রবাসী এবং গত ৫ বছরের মধ্যে দেশে একবারও আসেননি। তবে আসলাম তার নামে জাল জন্মনিবন্ধন তৈরি করেছেন ধানমন্ডি এলাকা ঠিকানায়। জন্মনিবন্ধনে তার মা-বাবার নাম ও জন্মতারিখ ভুল রয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, শওকত আরা বসিরের NID ও পাসপোর্টে জন্মতারিখ ০১/০২/১৯৬৪, তবে তিনি ১৯৬২ সালে এসএসসি পাশ করেছেন। বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা গোপনীয়ভাবে তদন্ত চালাচ্ছে।

আসলামের অবৈধ কর্মকাণ্ড এবং জালজালিয়াতি দেশের ভূমি প্রশাসন ও সাধারণ মানুষের জন্য হুমকি তৈরি করছে। সরকারের গোপন তদন্তে বেরিয়ে আসা তথ্য অনুসারে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কঠোর পদক্ষেপের প্রতীক্ষা রয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে, ব্যক্তি পর্যায়ের নৈতিক অবক্ষয় এবং জালিয়াতি জাতীয় সম্পদের সুরক্ষায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..