ঝিনাইদহ প্রতিনিধিঃ মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ঝিনাইদহের কালীগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে রোববার বিকেলে এ শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা, পৌর মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস, সাবেক পৌর মেয়র আলহাজ্ব মাহবুবার রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম রসুলসহ বিভিন্ন মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অপরদিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে পৃথকভাবে শহরে শোভাযাত্রা বের করে।