ঝিনাইদহ প্রতিনিধি : নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ্য-সবল বাংলাদেশ গড়ি এই শ্লোগানকে ধারণ করে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর,২১ উপলক্ষে গতকাল বৃহষ্পতিবার সকালে কালিগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামে ওয়েভ ফাউন্ডেশন এর পদ্মা সমিতিতে নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারও পরিস্কার পরিছন্নতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী জনাব জেসমিন আরা আরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েব ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার জাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ফিল্ড মনিটর শামীম আজাদ, ইউনিট ম্যানেজার মোঃ মনিরুজ্জামান, কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার আরিফুল ইসলাম।
আলোচনায় পদ্মা সমিতি সদস্যরা তাদের এলাকার সমস্যার কথা তুলে ধরেন এবং সমাধানের জন্য প্রয়োনীয় পদক্ষেপ গ্রহন করা হয়।