× Banner
সর্বশেষ
দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা শশী কাপুর ও তার পরিবার এ বছর দুর্গা পূজা যেভাবে হচ্ছে

কাউনিয়ায় বাড়ছে তেজপাতার চাষ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর অফিসঃ  রান্নায় মসলার অন্যান্য উপাদানের মধ্যে তেজপাতা একটি অনন্য উপাদান, শুধু তরকারী কেন গ্রাম বাঙ্গলার মাংস- পোলাও রান্না করলে তেজপাতার ব্যবহার না করলেই নয়। রান্নার প্রকৃত স্বাদ ফিরিয়ে নিতে ও সুগন্ধ ছড়াতে তেজপাতার ব্যাবহার অবশ্যই কাম্য। এছাড়াও গ্রামে গঞ্জে খুশখুশি কাশি হলে তেজপাতার বিড়ি বানিয়ে টানলেও অনেকটা আরোগ্য লাভ হয়, এমন রিতি রেওয়াজ সবার মধ্যে বোধগম্য। রংপুরের কাউনিয়া উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তেজপাতার চাষ।

বাণিজ্যিক ভাবে প্রসারিত হচ্ছে মসলা জাতীয় তেজপাতার চাষ। বাজারে অনেকটা ভালো দাম ও ব্যাপক চাহিদা থাকায় আগ্রহ বাড়ছে কৃষকের মাঝে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখন দেশের বিভিন্ন জেলায় রপ্তানী করা হচ্ছে কাউনিয়ায় উৎপাদিত তেজপাতা। সম্প্রতি উপজেলার টেপামধুপুর, বালাপাড়া, কুর্শা ও অন্নদানগর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আগে যেসব উচু জমি পতিত রাখা হয়েছিল এখন তা আর পতিত জমি নয়। এখন সেসব জমিতে কৃষকরা কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে তেজপাতার চাষ করছেন এ অঞ্চলের কৃষকরা। কৃষি ভর্তুকি মিটিয়ে লাভের মুখ দেখছেন তারা, গুনছেন আয়ের অতিরিক্ত মুনাফাও। বসত- বাড়ি বা জমির চতুর দিকে উচু করে সারি সারি গাছ লাগিয়েছে অনেকে।

কাউনিয়া কৃষি অফিস জানায়, তেজপাতার চারা রোপনের দুই থেকে আড়াই বছরের মধ্যে পর্যাপ্ত পরিমান পাতা সংগ্রহ করা যায়। আর এসব গাছ থেকে প্রতি বছর দুই থেকে তিনবার পাতা সংগ্রহ করে বিক্রি করা যায়। কৃষি অফিস সত্রে জানা গেছে, গতবছর উপজেলায় মোট ৭০ হেক্টর জমিতে তেজপাতার চাষ হয়েছিল। যা এবছর বৃদ্ধি পেয়েছে তার দ্বি গুন ৬৫টি ছোট বড় বাগান সহ প্রায় ১৪০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে তেজপাতা।

অন্নদানগর ইউনিয়নের তেজপাতা চাষি আবুল হোসেন জানান, তিনি গত দুই বছর আগে তার জমিতে দেড়’শ চারা লাগান। মাস ছয়েক আগে ৫২ হাজার টাকার তেজপাতা বিক্রি করেছেন তিনি। এবছর আরো প্রায় ৭০হাজার টাকার পাতা বিক্রি করা যাবে। একই ইউনিয়নের চৌতার মোড় এলাকার তেজপাতা চাষি হযরত  আলী জানান, তেজপাতার গাছ থেকে তিনি প্রতি বছর প্রায় সোয়া লাখ টাকার পাতা বিক্রি করেন।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসুদেব রায় জানান, অল্প খরচে ও অল্প পরিশ্রমে তেজপাতা চাষ অত্যান্ত লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে প্রেরনা জুগিয়েছে। চাষিরা যাতে আরো বেশি জমিতে তেজপাতা চাষ করেন সেজন্য প্রতিনিয়ত কৃষকদেরকে পরামর্শ দেয়া হচ্ছে। কাউনিয়া উপজেলার তেজপাতা স্থানীয় এবং দেশের চাহিদা পুরনের পাশাপাশি উপজেলার আর্থ সামাজিক উন্নয়নে কার্যকর ভুমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..