14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় পুকুর কাটতেই উঠে এলো প্রাচীন কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি

Ovi Pandey
March 1, 2020 5:59 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে পুকুর খনন করতে গিয়ে প্রাচীন কালের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তির ভাঙ্গা অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ।

১ মার্চ রবিবার দুপুর দেড়টার দিকে পুলিশ নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করে। জানা যায়, ভরতেতুলিয়া গ্রামের শুকবর তালুকদারের একটি পুরাতন পুকুর বেকুমেশিন দিয়ে খনন কাজ চলছিল কয়েকদিন ধরে। গত শনিবার দুপুরের দিকে পুকুর খনন কাজে নিয়োজিত শ্রমিকরা খাবার খেতে যায়। একই গ্রামের রোকেয়া নামের এক নারীর চোখে পড়ে মুর্তির ভাঙ্গা অংশটি।

রোকেয়া সবার অজান্তে সেটি বাড়িতে নিয়ে যায়। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে রোকেয়ার বাড়িতে গ্রামের মানুষ ভীড় জমায়। গ্রামের লোকজন বিষয়টি পুলিশকেও জানায়।

এদিকে পুলিশে খবর দেয়ায় রোকেয়া বেগম ভাঙ্গা মুর্তিটি গ্রামের এক দোকানের পার্শ্বে ফেলে আত্মগোপন করে। পরে পুলিশ ভাঙ্গা মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে নন্দীগ্রামের কুমিড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ আজিজার রহমান বলেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মুর্তির ভাঙ্গা অংশ দেখে ধারনা করছেন এটি কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি।

http://www.anandalokfoundation.com/