ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোছাঃ শাহিনা বেগম কলেজ কর্তৃপক্ষের কাউকে না বলে বিকালে কলেজের কিছু চেয়ার, বেঞ্চ ও পুরাতন টিন তার নিজ বাড়ী নেওয়ার অভিযোগ উঠেছে। সংবাদ শুনে কলেজে গিয়ে সত্যতা পাওয়া যায়।
বিশস্তসূত্রে জানা যায় মোছাঃ শাহিনা বেগম কলেজের কর্তৃপক্ষের কাউকে অবগত না করে নিজের ক্ষমতার দাপটে বিকালে কলেজের কিছু চেয়ার, বেঞ্চ ও পুরাতন টিন নিজের বাড়ীতে নিয়ে যায়।
গোপনসূত্রে আরও জানা যায় কলেজের সকল সম্পদের তথ্য তালিকার খোঁজ নিলে আরও তসরূপ এর হিসাব আসতে পারে। এ ছাড়া আরও জানা যায় তিনি প্রায় ছাত্র-ছাত্রীর কাছ থেকে বিভিন্ন বিষয়ে অজুহাত দিয়ে অতিরিক্ত টাকা আদায় করে এবং তার কাছে টাকা জমা রাখতে বলে এবং পরে কাজের সময় সে জমাকৃত টাকা আর ফেরত পাওয়া যায় না, তাছাড়া সকলকে বিভিন্ন দোহায় দিয়ে জিম্মি করে বিভিন্ন ভাবে কলেজের বিভিন্ন খাতের টাকা হাতিয়ে নিচ্ছে এমনও অভিযোগ উঠে আসে। তার একমাত্র কারন কলেজে প্রধান হিসাব রক্ষক না থাকার কারনে দিন দিন সমস্যা আরও বেড়ে চলবে এমন মন্তব্যও জন্ম নিচ্ছে ছাত্র-ছাত্রীর মনে । তাই এই সকল অপরাধের দায়ে সচেতন সমাজ এবং কলেজের কিছু ছাত্র-ছাত্রী তার শাস্তি দাবী এবং চাকুরী হতে অব্যাহতি চাই ।