13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় ইতালীকে ছাড়িয়ে ১৫তম বাংলাদেশ

Rai Kishori
August 6, 2020 4:01 pm
Link Copied!

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে। করোনা আক্রান্তের তালিকায় এবার ইতালীকে ছাড়িয়ে ১৫ তম স্থানে বাংলাদেশ। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৬৫১ এবং জার্মানিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৮০৩ জন।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জানান, ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ২ হাজার ৯৭৭, মৃত্যু হয়েছে আরও ৩৯ জন এবং ২ হাজার ৭৪ জন সুস্থ হয়েছেন।

এদিকে ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, ইতালীতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৬৫১ জন। এদিন বাংলাদেশে নতুন করে ২ হাজার ৯৭৭ জন শনাক্ত হওয়ায় ইউরোপের দেশটিকে ছাড়িয়ে গেল। ২১৩টি দেশ ও অঞ্চলের মধ্যে

১ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৫৭ জন। মৃতের সংখ্যা ৭ লাখ ১১ হাজার ৪৯১ জন। সুস্থ্য হয়েছে ১ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬২ জন। সারাবিশ্বে মৃত্যুর ৬ এবং সুস্থ্যতার হার ৯৪ শতাংশ।

আক্রান্তের তালিকায় ইতালীকে পেছনে ফেলে ১৫তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

http://www.anandalokfoundation.com/