× Banner
সর্বশেষ
পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

কবর থেকে তুলে পোড়ানোর শাস্তি দ্রুত হবে >বাম মোর্চা

অনলাইন ডেক্স
হালনাগাদ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মাজারে হামলা, কবর থেকে মৃতদেহ উত্তোলন করে আগুনে পোড়ানো এবং রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বলেছেন ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা।

মাজারে হামলা, কবর থেকে মৃতদেহ উত্তোলন করে আগুনে পোড়ানো এবং রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার নেতৃবৃন্দ।
শনিবার ৬ সেপ্টেম্বর-২০২৫, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শুভ্রাংশু চক্রবত্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূঁইয়া, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহম্মেদ নাসু, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মুকুল জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান গণমাধ্যমে বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২৪এর গণঅভ্যুত্থানের পর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় সারাদেশে মব সন্ত্রাস পরিচালিত হচ্ছে। সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা সারাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলার চেষ্টা করছে। ভাস্কর্য, মাজার, মুক্তিযুদ্ধের স্মৃতি ফলক, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী-ঘর-উপাসনালয় ভাংচুর এবং লুটপাটসহ নারীদের উপর আক্রমণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাঁধা প্রদান করছে। মব সন্ত্রাসের মাধ্যমে মানুষ খুন করছে। গতকাল ৫ আগষ্ট রাজবাড়ীর গোয়ালন্দে মাজারে হামলা করে অগ্নিসংযোগ করেছে এবং কবর থেকে মৃতদেহ উত্তোলন করে আগুনে পুড়িয়ে পৈশাচিক নৃত্য করেছে।
ভিন্নমতাবলম্বী হওয়ার কারণে উগ্র মৌলবাদীরা মানুষ হত্যা করছে, কিন্তু কবর থেকে লাশ উত্তোলন করে আগুনে পুড়িয়ে দেওয়ার বর্বরোচিত ঘটনা এই প্রথম। মব সন্ত্রাসীরা বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা ও ভাংচুর করছে।
এইসব নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। হাজার হাজার আন্দোলনকারী শ্রমিক-ছাত্র অথবা অন্য কোন পেশার মানুষদের আর্মি-পুলিশ দিয়ে লাঠিপেটা করছে, জলকামান-টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড দিয়ে ছত্রভঙ্গ করছে। অথচ মব সন্ত্রাসীরা একের পর এক বর্বরোচিত কর্মকান্ড করেই যাচ্ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ মব সন্ত্রাসীদের পক্ষে সরকারের এহেন অবস্থানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে মব সন্ত্রাসী ও উগ্র মৌলবাদী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং মব সন্ত্রাস বন্ধ করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করার দাবি করেন।নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী উগ্র মৌলবাদী শক্তির আস্ফালনসহ মব সন্ত্রাসীদের প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..