× Banner

কক্সবাজার পূজা কমিটির তথ্য ফাঁস, পদত্যাগ মিন্টু দত্ত

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার রাহুগ্রাস থেকে মুক্ত হতে সকল সনাতনী যোদ্ধাদের এগিয়ে আসার অনুরোধ করলেন মিন্টু দত্ত। পাশাপাশি পারিবারিক তন্ত্রে পরিচালিত পৌর পূজা উদযাপন পরিষদ, কক্সবাজার কমিটি সম্পাদক পদ থেকে মিন্টু দত্তের পদত্যাগ করার ঘোষণা দেন।

তিনি বলেন, সনাতনী সমাজের মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য নিবেদিত ছিলাম, আছি থাকব।
তিনি এও উল্লেখ করেন আমি লোকনাথ সেবাশ্রম কক্সবাজার এর আজীবন সাধারণ সদস্য।

সম্প্রতি রাতের আঁধারে জেলা পূজা কমিটির ছত্রছায়াতে মেয়াদউত্তীর্ণ অবৈধ আহবায়ক কমিটি দ্বারা একটি অনৈতিক অগ্রহণযোগ্য পকেট কমিটি করা হয়। যার ফলশ্রুতিতে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। পাশাপাশি লোকনাথ সেবাশ্রমের সম্মানিত দাতা সদস্য ও আজীবন সদস্যদের গণতান্ত্রিক মত উপেক্ষা করার কারো সুযোগ নাই। নির্বাচনের মাধ্যমে লোকনাথ সেবাশ্রম কমিটি গঠন করার মানসে গণতান্ত্রিক মত প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হয়েছেন বিধায় অনেক ভাবেই তাকে হুমকি দিয়ে তার মত প্রকাশে তথা গণতান্ত্রিক অধিকার খর্ব করতে একটি মহল উঠে পড়ে লেগেছে।ট

তিনি জানান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একটি ধর্মীয় সংগঠন তবে কক্সবাজারে এটি একটি পরিবারের পৈত্রিক সংগঠনে রূপ নিয়েছে। ইতিমধ্যে পত্রপত্রিকা তে এই সংগঠনের দুর্নীতি ও দুর্নাম প্রকাশিত হয়েছে। মূলত সনাতনী সমাজের কন্ঠস্বর হওয়ার কথা বদলে সংগঠনের কর্তাব্যক্তি রা পারিবারিক তন্ত্রের খোলসে সৈরতন্ত্র প্রতিষ্ঠা করে জেলার সনাতনী সমাজকে জিম্মি করে রেখেছেন।এমতাবস্থায় সাধারণ জনমত বিরুদ্ধ উক্ত সংগঠনে কাজ করার কোন পরিবেশ না থাকায় তিনি পৌর পূজা উদযাপন পরিষদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তার বক্তব্য ‘যে প্রতিষ্ঠানে গণতন্ত্রের ছিটেফোঁটা অবশিষ্ট নেই সেখানে কোন বিবেকবান থাকবে না এটা আমার বিশ্বাস।তাছাড়া দুর্গাপূজার চাউল আত্মস্যাৎ এর মত ঘটনা ঘটার পরও কোন রূপ ব্যাবস্থা নেওয়া হয়নি কারণ হল জেলা সভাপতি এড : রণজিত দাশের আত্মীয় হওয়ার কারণে সদর উপজেলার সভাপতি দীপক দাশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুরস্কার স্বরুপ লোকনাথ সেবাশ্রম পকেট কমিটির সদস্য করে দেওয়া হয়।

সব থেকে দৃষ্টিকটু বিষয় হল অনেক যোগ্য লোক থাকা সত্বেও এড: রণজিত দাশের আপন ছোট ভাইকে উক্ত পকেট কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে পদ দেওয়া হয়। এড : রণজিত দাশের নিযুক্ত ব্যক্তি না হলে যোগ্যরা বাদ পড়বেন এটাই হল কক্সবাজার জেলা পারিবারিক পূজা কমিটির মূল থীম’।

 পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতির দৃষ্টিআর্কষণ করে বলেন  লোকনাথ সেবাশ্রমের আজীবন সদস্যরা কোন উড়ে এসে জুড়ে বসা কোন নেতা নয় তাঁরা লোকনাথ বাবার পরম ভক্ত তাদের কন্ঠ রোধ থেকে আপনি বিরত থাকুন।


এ ক্যটাগরির আরো খবর..