14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যান্ত্রিক ত্রুটির কারণে ওড়ার পর বিমানবন্দরে ফিরে এল বিমান

ডেস্ক
July 24, 2025 11:09 am
Link Copied!

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ওড়ার পর আবারও ফিরে এসেছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৭টা ১৫ মিনিটে ফ্লাইট বিজি ১৪৮ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮৭ জন যাত্রী নিয়ে ল্যান্ড করে। সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এরপর যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে বিমান বন্দরে নিরাপদে অবতরণ করে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমানটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের যাত্রীরা নিরাপদে রয়েছেন। তাদের বিকল্প ফ্লাইটে নির্দিষ্ট গন্তব্য পাঠানো হবে।

http://www.anandalokfoundation.com/