স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ কালীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোবারক আলী হাইস্কুলের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে বিদ্যালয়ের আঙ্গিনায় অনুষ্ঠিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমুল হাসান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রসুল।
আরও বক্তৃতা করেন পরিচালনা পর্ষদের অন্যতম সিনিয়র সদস্য অজিত ভট্রাচার্য, স্কুল কমিটির সদস্য সাংবাদিক আরিফ মোল্ল্যা ও নীলা চৌধুরি বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশ দাস, সেচ্ছাসেবী সংগঠন ডিঙ্গার দিলরুবা ইয়াসমিন জলি, স্কুলের বিদায়ি ছাত্র সাব্বির হোসেন, স্কুলের সপ্তম শ্রেনির ছাত্র অর্পণ বিশ্বাস, প্রমুখ।
আলোচনাসভা শেষে স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য দোয়া পরিচালনাকরেনস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রসুল ।