× Banner
সর্বশেষ
গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার -অধ্যাপক আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ

মাহফুজুল হক পিয়াস, ইবি

এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান ইবি গ্রীণ ফোরামের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
আন্দোলন ঘিরে শোকজ

এমপিওভুক্ত শিক্ষকদের চলমান তিন দফা দাবির প্রতি সংহতি জানিয়ে দ্রুত আলোচনার মাধ্যমে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সংগঠন গ্রীণ ফোরাম।
বুধবার (১৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজোয়ান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, শিক্ষকদের মূল বেতনের ওপর ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকায় উন্নীতকরণ এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে বৃদ্ধি—এই তিন দফা দাবির যৌক্তিকতা অস্বীকার করার সুযোগ নেই। দেশের অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এসব দাবি এখন সময়ের দাবি।
গ্রীণ ফোরামের নেতৃবৃন্দ বলেন, “শিক্ষকরা জাতির মেরুদণ্ড। তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত রেখে শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।” তারা আশা প্রকাশ করেন, সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারক মহল অবিলম্বে আন্দোলনরত শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসে একটি সম্মানজনক ও স্থায়ী সমাধান নিশ্চিত করবেন।
সংগঠনটি আরও জানায়, অন্তর্বর্তী সরকার শিক্ষক সমাজের ন্যায্য দাবি সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে এবং চলমান আন্দোলন শান্তিপূর্ণ ও সমাধানমুখী প্রক্রিয়ায় রূপান্তরিত হবে।
বিবৃতিতে তারা শিক্ষা প্রতিষ্ঠানকে স্থিতিশীল রাখতে এবং শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..