13yercelebration
ঢাকা

এবার হিন্দু শিক্ষিকাকে পিটিয়ে রক্তাক্ত!

Rai Kishori
February 19, 2019 8:43 am
Link Copied!

বিজয় কাব্যঃ ঝালকাঠিতে নকলে সহযোগীতা না করায় শিক্ষিকাকে পেটালেন পরীক্ষার্থী ও অভিবাবক। ঝালকাঠির নলছিটিতে পরীক্ষায় নকল করতে সহযোগীতা না করায় শিক্ষিকা সুনিতি রানী (৪২)কে পিটিয়ে রক্তাক্ত করেছে এসএসসি পরীক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা। গত রবিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সুনিতি ওই এলাকার ইছাপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষিকা ও বিপুল বিহারীর স্ত্রী। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানাযায়, এসএসসি পরীক্ষায় নলছিটির বিজি ইউনিয়ন হাই স্কুল কেন্দ্রে গনিত ও ইংরেজী পরীক্ষায় সুনিতি দ্বায়িত্ব পালন করেন। ওই স্কুলের শিক্ষার্থী মনিষা আক্তার পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার চেষ্টা করে। এ সময় মনিষা নকল করতে সুনিতিকে সহযোগীতা করতে বলে।

এতে সুনিতি বাধা দেয়। এরই জের ধরে ঘটনার দিন সকাল সাড়ে ৯ টায় সুনিতি বাসা থেকে রওয়ানা হয়ে স্কুলে যাবার পথে হঠাৎ মনিষা ও তার মা মাধুকরসহ ৩/৪ জন তার পথরোধ করে। পরে অতর্কিত হামলা চালিয়ে সুনিতিকে আহত করে। এসময় তারা সুনিতির সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনেরা জানিয়েছে।

http://www.anandalokfoundation.com/