× Banner
সর্বশেষ
নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ সুন্দর বাসযোগ্য ভূমি রেখে যেতে নিজের অন্তরকে পরিষ্কার করার আহ্বান আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার রাজনৈতিক সংস্কৃতি পুনরুদ্ধারে নিয়ামক হিসেবে কাজ করবে গণভোট -ধর্ম উপদেষ্টা   জনগণকে শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত ২০২৫ সালে সংখ্যালঘুদের উপর ৬৪৫টি ঘটনাই উদ্বেগজনক বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ৩৪৪ ট্রাক, পাসপোর্টধারী যাতায়াত ১৬৫৬ জন

এবার হিন্দু শিক্ষিকাকে পিটিয়ে রক্তাক্ত!

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

বিজয় কাব্যঃ ঝালকাঠিতে নকলে সহযোগীতা না করায় শিক্ষিকাকে পেটালেন পরীক্ষার্থী ও অভিবাবক। ঝালকাঠির নলছিটিতে পরীক্ষায় নকল করতে সহযোগীতা না করায় শিক্ষিকা সুনিতি রানী (৪২)কে পিটিয়ে রক্তাক্ত করেছে এসএসসি পরীক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা। গত রবিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সুনিতি ওই এলাকার ইছাপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষিকা ও বিপুল বিহারীর স্ত্রী। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানাযায়, এসএসসি পরীক্ষায় নলছিটির বিজি ইউনিয়ন হাই স্কুল কেন্দ্রে গনিত ও ইংরেজী পরীক্ষায় সুনিতি দ্বায়িত্ব পালন করেন। ওই স্কুলের শিক্ষার্থী মনিষা আক্তার পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার চেষ্টা করে। এ সময় মনিষা নকল করতে সুনিতিকে সহযোগীতা করতে বলে।

এতে সুনিতি বাধা দেয়। এরই জের ধরে ঘটনার দিন সকাল সাড়ে ৯ টায় সুনিতি বাসা থেকে রওয়ানা হয়ে স্কুলে যাবার পথে হঠাৎ মনিষা ও তার মা মাধুকরসহ ৩/৪ জন তার পথরোধ করে। পরে অতর্কিত হামলা চালিয়ে সুনিতিকে আহত করে। এসময় তারা সুনিতির সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনেরা জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..