মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার-৩ আসনের উপ-নির্বাচনে বাছাই পর্বে ৫ জন প্রার্থীর মধ্যে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর সহধর্মিণী সৈয়দা সায়রা মহসীনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। ত্রুটি থাকায় অপর ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
গত ১১ নভেম্বর মৌলভীবাজার-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সৈয়দা সায়রা মহসীন, বিএনএফ সমর্থিত মোহাম্মদ আশরাফ হোসেন, জাতীয় পার্টি সমর্থিত সৈয়দ নুরুল হক এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশিদ ও সোহেল আহমদ মনোনয়নপত্র জমা দেন।
আজ প্রার্থিতা বাছাইয়ের শেষ দিনে সৈয়দা সায়রা মহসীনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক। আগামী ৮ ডিসেম্বর এ আসনের উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে।