14rh-year-thenewse
ঢাকা

একবিংশ শতাব্দীর দিকে লক্ষ্য রেখে নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান নরেন্দ্র মোদির

Link Copied!

বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, একবিংশ শতাব্দীর দিকে লক্ষ্য রেখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার করা উচিত। জি-২০ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী মোদির এই আহ্বান তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, বিশ্বে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন হয়েছে। তিনি বলেন, বিংশ শতাব্দীর মধ্যভাগে বিশ্ব যে অবস্থায় ছিল সেই অবস্থায় এখন নেই। অথচ সেই পুরোনো ধাঁচেই রয়ে গেছে জাতিসংঘ। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদি বলেন, আন্তর্জাতিক সংস্থাকে পরিবর্তনের বিষয়টিতে গুরুত্ব দিতে হবে। তিনি সাইবার অপরাধের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ভারত বহুদিন ধরেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার ব্যাপারে আহ্বান জানিয়ে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিটিআইকে জানিয়েছেন, উন্নত দেশ হিসাবে ১০০তম স্বাধীনতা দিবসের উদযান করবে ভারতবর্ষ। সেখানে দুর্নীতি, জাতিভেদ, সাম্প্রদায়িকতার কোনো জায়গা থাকবে না। তিনি বলেছেন, ‘২০৪৭ সালের মধ্যে ভারত উন্নত দেশ হবে। জাতীয় জীবনে দুর্নীতি, জাতিভেদ ও সাম্প্রদায়িকতার কোনো জায়গা থাকবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ভারত ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হয়ে যাবে। ধর্ম আর আর্থিক বিভেদের কোনো জায়গা থাকবে না ভারতে। গোটা বিশ্ব দীর্ঘদিন ধরে ভারতকে ১০০ কোটির ক্ষুধার পেট হিসাবে দেখে; কিন্তু এখন সেই ধারণা বদলেছে। ভারতকে এখন দুইশ কোটির দক্ষ হাত হিসাবে দেখছে দুনিয়া। শিগগিরই অর্থনীতিতে ভারত বিশ্বের সেরা তিনটি দেশের মধ্যে উঠে আসবে।’

নরেন্দ্র মোদি আরও বলেন, ‘এবার জি-২০তে আমাদের অন্যতম অগ্রাধিকার আফ্রিকা। সবার কথা না শোনা হলে পৃথিবীকে নিয়ে ভবিষ্যতের কোনো পরিকল্পনাই সফল হবে না।’ সন্ত্রাস ও ডার্কনেট ইস্যুতে তিনি বলেন, ‘জঙ্গিরা ডার্কনেট, মেটাভার্স, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছে নিজেদের অসৎ লক্ষ্য পূরণে।’ এর প্রভাব সামাজিক নকশায় ভয়ংকর। সাইবার স্পেস অবৈধ আর্থিক কার্যকলাপ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সম্পূর্ণ নতুন মাত্রা চালু করেছে।’

http://www.anandalokfoundation.com/