জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেছেন, এই দেশটা কোন নির্দিষ্ট ধর্মের মানুষের না যারা এই দেশের নাগরিক তাদের প্রত্যেকের দেশ এটা। আমরা একসাথে মিলে মিশে থাকি।
২৮ মার্চ (শুক্রবার) দুপুরে পঞ্চগড়ের উপজেলা আটোয়ারির রানীগঞ্জ পটেশ্বরী কালিমন্দীরের দখল হওয়া জমি পরিদর্শনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, পাঁচ আগস্টের পরে অনেকেই বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। আমি শুনেছি বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে এজন্য আমাদের হৃদয়ে রক্তখরন হয় কারন যারা এই কর্মকান্ড করেছে তারা সুযোগ সন্ধানী দখলদার। এই কাজগুলো আওয়ামীলীগের সময়ও করেছে এখনও কেউ কেউ করছে সামনেও করবে আসলে এরা কোন দলের না এরা হচ্ছে ধান্দাবাজ। এদেরকে জায়গা দেওয়া যাবেনা। এনসিপির এই নেতা বলেন মানুষকে নিয়ে অনেকের বিভিন্ন স্বার্থ আছে। এজন্য স্বার্থের সমস্যা হলেই লাগিয়ে দিবে। আমাকে নিয়ে কথা বলবে ওকে নিয়ে কথা বলবে। কথা লাগিয়ে দিবে এরকম অনেকে আছে। সেসব লোকজনের কথায় কান না দিয়ে আমার সাথে সরাসরি কথা বলবেন। এনসিপি নিয়ে কোন জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করেন। প্রয়োজন হলে আমি বাড়ি বাড়ি গিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিবো, এই মনমানসিকতা রয়েছে। আমরা ভূলটা স্বীকার করে নিয়ে আবার সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবো।
এ সময় পঞ্চগড় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যান কুমার ঘোষ, আটোয়ারী উপজেলা সভাপতি কমলেশ চন্দ্র, পটেশ্বরী মন্দিরের সভাপতি রবীন্দ্রনাথ বর্মন, আটোয়ারি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ কুমার সহ আটোয়ারী উপজেলার সনাতন ধর্মীয় নেতারা উপস্থিত ছিল। এর আগে পটেশ্বরী মন্দিরের পক্ষ থেকে কল্যান কুমার ঘোষ সারজিসকে জায়নামায উপহার দেন।
মন্দির কমিটির নেতারা জানান মন্দিরটির ৫.৯২একর জমির মধ্যে পাঁচ আগস্ট পরবর্তি ৮৮ শতক জায়গা দখল হয়ে যায়। তাছাড়া মন্দিরের বেশ কিছু জায়গা সরকারী খাস খতিয়ানে অর্ন্তভূক্ত হয়। এই সমস্যা দীর্ঘদিনের । সারজিস আজকে পরিদর্শনে জেলা প্রশাসকের সাথে কথা বলে দখল হওয়া জমি পূনরুদ্ধারের জন্য সার্বিক সহযোগীতা দেওয়ার আশ্বাস দেন।