বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক: এসেছে এইচপি ব্র্যান্ডের প্রোডেস্ক ৪৯০ জি২ এমটু মডেলের ডেস্কটপ পিসি।
ইন্টেলের চতুর্থ প্রজন্মের ৪৫৯০ মডেলের কোর আই-ফাইভ প্রসেসরসম্পন্ন এই ব্র্যান্ড পিসিতে রয়েছে ইন্টেল এইচ৯৭ চিপসেট, ৮ গিগাবাইট ১৬০০ মেগাহার্জ ডিডিআর-থ্রি র্যাম, ১ টেরাবাইট ৭২০০ আরপিএম সাটা হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, ৪৬০০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড, ১৮.৫ ইঞ্চি এলইডি মনিটর, এইচপি ইউএসবি অপটিক্যাল মাউস, এইচপি ইউএসবি কিবোর্ড এবং ইন্টারনাল স্পিকার।
৫১ হাজার টাকা মূল্যের এইচপি প্রোডেস্ক ৪৯০ জি২ এমটু মডেলের ডেস্কটপ পিসি বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। পিসিটিতে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা রয়েছে।