13yercelebration
ঢাকা

আমরন অনশন অসুস্থ ১১ নির্বাচন পেছানোর দাবীতে উপাচার্যদের সহমত প্রকাশ

Ovi Pandey
January 18, 2020 12:37 am
Link Copied!

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ স্বরস্বতী পুজার দিন সিটি নির্বাচনের ভোট পেছানোর দাবীতে আজ দ্বিতীয়  দিনের মত আমরন অনশন কর্মসুচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ইতি মধ্যে ১১ জন অসুস্থ হয়ে পড়েছে কয়েকজনের অবস্থা গুরুতর।

ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্যরা এই কর্মসূচির সাথে সহমত প্রকাশ করেন এবং সরকারের নিস্ক্রিয়তা ও নেতাদের বক্তব্যে তারা হতাশা প্রকাশ করেন। অনশনরত শিক্ষার্থীদের দেখতে এসে নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন এটি পুনর্নির্ধারণ করা, পিছিয়ে নেওয়া বা এগিয়ে আনা সব নির্বাচন কমিশনের দায়ীত্বে।

ঢাকা বিশ্ববিদ্যালইয়ের ছাত্ররা নির্বাচনের তারিখ পরিবর্তন না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
তারা বলেন, আমরা ধর্মীয় অধিকার পালন করতে পারবো না, তাই এই অনশন করছি। অসুস্থ ছাত্ররা জানায় যদি মৃত্যু হয় তবে এখানেই মৃত্যু হোক কিন্তু দাবি না মানা অবদি এখান থেকে কোথাও যাবনা।

সনাতন সম্প্রীতি পরিষদের সদস্যরা স্বরস্বতী পুজার দিনে নির্বাচন পেছা্নোর দাবীতে আমরন অনশণ করেছেএদিকে, ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার সকালে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশেন-ক্যাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।

তারা বলেন, আমরা ৩০ জানুয়ারি ঢাকা সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি। কোনো হিন্দু ভোট কেন্দ্রে যাবেন না, নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন না। আমরা ৩০ তারিখ সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঘট পূজা করে রাজপথেই অঞ্জলি নেব। আর কালো পতাকা মিছিল করব। এ জন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় সরকার এবং কমিশনকে নিতে হবে।

http://www.anandalokfoundation.com/