13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রৌমারী উপজেলাকে নিরক্ষর মুক্ত ঘোষণা করা হবে -গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

Ovi Pandey
January 16, 2020 7:59 pm
Link Copied!

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: আজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপি এক বক্তব্যে বলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলাকে নিরক্ষর মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা দেয়া হবে । তিনি বলেন, মুজিব বর্ষ উপলক্ষে উপজেলার একুশ হাজার ছয়শত নিরক্ষরকে তিনশত ৬০টি শিক্ষন কেন্দ্রের মাধ্যমে নিরক্ষর মুক্ত করব।
আজ সকালে মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’র আওতায় রৌমারী উপজেলার শিক্ষক সুপারভাইজারদের ৫ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদের চেয়াম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান, সিএসডিকে’র নির্বাহী পরিচালক মো: আবু হানিফ, জেলা উপানুষ্ঠানিক ব্যুরো’র সহকারী পরিচালক মো: মোশফিকুর রহমান, রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ দেলোয়ার হাসান ইনাম, উপজেলা প্রোগ্রাম অফিসার মো: আনিসুর রহমান, সিএসডিকে’র সহকারী নির্বাহী পরিচালক মো: আমির হোসেন প্রমুখ।
http://www.anandalokfoundation.com/