বিশেষ প্রতিবেদকঃ ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকার পার্শ্ববর্তী যানজটপ্রবণ মহাসড়কগুলোতে ৯শ’ স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। ঈদের পাঁচ দিন আগে থেকে মহাসড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণে ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বেচ্ছাসেবকগণ পুলিশকে পরিবহন ব্যবস্থাপনায় সহায়তা করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ডিজেলের মূল্য হ্রাসে দূরপাল্লার বাসে পুন:নির্ধারিত ভাড়া কার্যকরে গাবতলী টার্মিনালে পরিচালিত বিআরটিএর মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদ-উল ফিতরের আগের পাঁচদিন তিন শিফটে প্রতি শিফটে ৩০০ জন করে কাজ করবেন। স্কাউট-বিএনসিসি ও এলাকাভিত্তিক কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সামাজিক সংগঠন থেকে এসব তরুণ স্বেচ্ছাসেবককে সম্পৃক্ত করা হবে। তাদেরকে কিছু সম্মানিও দেয়া হবে।
স্পটগুলো জানিয়ে মন্ত্রী বলেন, আশুলিয়ার জিরাবো বাজার, ফ্যান্টাসি কিংডমের সামনে, বাইপাইল মোড়, বল্দ্রি চন্দ্রা মোড়, কোনাবাড়ি, কালিয়াকৈর, নবীনগর কাঁচপুর, ভুলতা ও মেঘনাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। এছাড়া গাজীপুর চৌরাস্তা, টঙ্গী ও ভোগড়া ইত্যাদি পয়েন্টে কমিউনিটি পুলিশ কাজ করবে বলে জানান মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ঈদে মহাসড়কগুলোর যানজটপ্রবণ এলাকায় মহিলা ও মিশুদের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য মহাসড়কের পাশে এবং ফেরিঘাটে অস্থায়ীভিত্তিতে টয়লেট নির্মাণ করা হবে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক তথা চন্দ্রা মোড়ের সম্ভাব্য যানজট মোকাবিলায় যাত্রীদের জন্য তিনটি বিকল্প রুট হিসেবে কালিয়াকৈর-ধামরাই সড়ক, আরিচা-ঘিওর-নগরপুর-টাঙ্গাইল সড়ক এবং কালামপুর-সাটুরিয়া-দেলদুয়ার-টাঙ্গাইল সড়ক ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে। ছোট আকারের যানবাহনগুলো এ তিনটি রুটে চলাচল করতে পারবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে যারা রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।