14rh-year-thenewse
ঢাকা

ইসি) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে আজ

ডেস্ক
August 10, 2025 10:52 am
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে আজ (১০ আগস্ট)। খসড়া তালিকার তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ মিলবে ১২ দিন।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র বলছে, ৪৪ লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছেন এবার।

খসড়া তালিকায় প্রকাশের পর সেটি নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেবেন উপজেলা কর্মকর্তারা। এরপর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

এসব আবেদন নিষ্পত্তি হবে ২৪ আগস্টের মধ্যে। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট। বর্তমানে দেশে ভোটার রয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

http://www.anandalokfoundation.com/