× Banner
সর্বশেষ
গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার -অধ্যাপক আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ

ডেস্ক

ইসকন নিষিদ্ধের দাবীতে উত্তাল দেশ অথচ কোন সাক্ষ্য প্রমাণ পায়নি পুলিশ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
ইসকন নিষিদ্ধের দাবীতে উত্তাল

গাজীপুরের টঙ্গি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর পঞ্চগড় থেকে উদ্ধার করার পর সাংবাদিকদের কাছে নিজের অপহরণের বিষয়ে ইসকনকে জড়িয়ে লোমহর্ষক বর্ণনা দেন বিটিসিএল টিএনটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি। অন্যদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোন ব্যক্তি বা গোষ্ঠিকে সন্দেহাতীতভাবে দায়ী করার মত পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আজ ২৫ অক্টোবর বিকেল ৪টা ২৬ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ফেসবুকে পেজে প্রেসনোটে এসব প্রকাশ করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, টঙ্গী টিএনটি কলোনী মসজিদের ইমাম জনাব মুফতি মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজিকে অপহরণের বিষয়ে গতকাল টঙ্গী পূর্ব থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। একজন বর্ষীয়ান আলেমের অপহরণকে পুলিশ গুরুত্বের সাথে গ্রহণ করে মামলা রুজুর পূর্বেই অনুসন্ধান শুরু করে। মামলার তদন্তকালে কোন ব্যক্তি বা গোষ্ঠিকে সন্দেহাতীতভাবে দায়ী করার মত পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এই তদন্তে সকলের সহযোগিতা প্রত্যাশা করে।

তদন্ত শেষ হওয়ার আগেই কোন পক্ষকে দায়ী না করে ধৈর্য্যশীল হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিনীত অনুরোধ জানাচ্ছে।

অন্যদিকে উদ্ধার করার পর সাংবাদিকদের কাছে মুফতি মুহিবুল্লাহ জানিয়েছে, “২২ অক্টোবর ফজরের নামাজের পর হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্সে করে পাঁচজন লোক এসে আমার মুখ চেপে ধরে গাড়িতে তোলে। এরপর তারা আমার মুখে কিছু দেয়, আমি অচেতন হয়ে পড়ি। পরে আমাকে উলঙ্গ করে নির্যাতন চালানো হয়। আমার মাথায়, কোমরে, হাত-পায়ে প্রচণ্ড মারধর করে। আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”

তিনি আরও বলেন, “গত ১১ মাস ধরে আমাকে বিভিন্ন বেনামি চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছিল। ইসকন ও ‘অখণ্ড ভারত’ সমর্থনে কথা বলার জন্য, ধর্মভিত্তিক দলের সমালোচনা করার জন্য চাপ দেওয়া হয়েছিল। এমনকি হুমকি দেওয়া হয়েছিল যেন আমি মসজিদের মিম্বারে বসে মুসলিম মেয়েদের হিন্দু ছেলেদের সঙ্গে সম্পর্ক নিয়ে ‘সমর্থনমূলক’ বক্তব্য দিই। এসব চিঠিতে লেখা ছিল— কোরআন পড়তে পারব না, ইসলাম বা আল্লাহর নাম নিতে পারব না। এসবের প্রতিবাদ করায় সম্ভবত এই ঘটনার শিকার হয়েছি।”

পঞ্চগড় ইসলামী আন্দোলনের সহসভাপতি ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “আমরা খবর পাই হেলিপ্যাড এলাকায় একজন বয়স্ক মানুষকে গাছের সঙ্গে শিকল দিয়ে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তিনি তখন বিবস্ত্র ছিলেন, শরীরে শুধু পায়জামা ছিল।”

এ বিষয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, “ভোরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একজন বয়স্ক মানুষকে শিকলবন্দী অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। টঙ্গি থানায় ইতোমধ্যেই সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, এবং ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

পরিবার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে জুমার নামাজের খুতবায় মুফতি মহিবুল্লাহ ইসকনবিরোধী বক্তব্য দেন। এরপর থেকেই তার ঠিকানায় বেনামি হুমকি চিঠি আসতে থাকে। এমনকি তাকে কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেন।

বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মুফতি মহিবুল্লাহ। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা দাবি করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন। পঞ্চগড় জেলা পুলিশ জানিয়েছে, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

মুফতি মহিবুল্লাহর বয়ানের পরে বাংলাদেশে ইসকনকে জঙ্গী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করার জোরালো দাবি জানিয়েছে দেশের ইসলামী সংগঠনগুলো। কারণ হিসেবে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী মোহাম্মদ আব্দুর রহিম বলেন, ইসকন ধর্ম প্রচারের নামে দীর্ঘদিন যাবত বাংলাদেশে একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানি দিয়ে শান্ত এই ভূমিকে বিদেশি ইন্ধনে অশান্ত করে তোলার ফন্দি এঁকেছে। সাম্প্রতিক সময়ে গাজীপুরে মাদ্রাসার ১৩ বছরের ১ ছাত্রীকে হিন্দু একটি চক্র পালাক্রমে ধর্ষণ করেছে। টঙ্গীতে একজন মসজিদের ইমামকে হত্যার উদ্দেশ্যে গুম করে নিয়ে পঞ্চগড়ে ফেলে রেখেছে। আমরা এভাবে পর্যবেক্ষণ করে দেখেছি, সবগুলো ঘটনার পেছনে ইসকনের হাত রয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে পালানোর পর এই ইসকন বাংলাদেশে বিশৃঙ্খলা করে দেশ-বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ, গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গাজীপুরে মসজিদের ইমামকে গুম করার পরিকল্পনাকারীদের যেন দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়।

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় হওয়া বিক্ষোভ মিছিলে ডামি রাইফেল প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে রাইফেলটি জব্দ করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে মুজাহিদুলকে (৪৯) গ্রেপ্তার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..