× Banner
সর্বশেষ
গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার -অধ্যাপক আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার

ইসকনের ট্যাগ লাগিয়ে প্রকাশ্যে দ্যা নিউজের সম্পাদক প্রকাশক প্রমিথিয়াস চৌধুরীর ওপর হামলা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
প্রমিথিয়াস চৌধুরীর ওপর হামলা

বাংলাদেশ সরকারের নিয়ম নীতি মেনে সুনামের সাথে ১৪ বছর ধরে চলমান দ্যা নিউজ ডটকম এর সম্পাদক প্রকাশক প্রমিথিয়াস চৌধুরীকে ইসকন এর ট্যাগ লাগিয়ে প্রকাশ্য বাজারে অপমান লাঞ্ছনা এবং চরম হেনস্তা করলেন নিজাম উদ্দিন মোল্লা  (হালান), মো. শাহিন পেদা ও তাদের দল।

আজ ২৯ অক্টোবর বুধবার বেলা ১টার দিকে সম্পাদক এর স্কুল বন্ধু হালান মোল্লা কল করে বাসাইল বাজারে ডাকেন। সেখানে হালানের টিনের দোকানে সম্পাদক পৌঁছালে আগে থেকে উপস্থিত থাকা শাহিন পেদা ও নাম না জানা আরো অনেকে ঘিরে ধরে। অতর্কিত এই হামলায় তিনি বুঝে উঠতে পারেন না কি হচ্ছে। তিনি স্তম্ভিত ও হতভম্ভ হয়ে বসে পড়েন।

ইতিমধ্যে হালান মোল্লা ও শাহিন পেদা নিজেদের লেনদেন নিয়ে ঝগড়া শুরু করে এক পর্যায়ে সম্পাদককে উল্লেখ করে বলে ওঠে, ও তো ইসকনের দালাল, ও কোথাও কিছু খায়না, ওকে ছাড়া যাবে না। বাসাইল মসজিদ নিয়ে কিছুদিন ঝামেলা চলছে সেই ঘটনায় সম্পাদককে ফাঁসিয়ে মামলা করার পরিকল্পনা করে ওখানে বসে।

সম্পাদকের সাথে অকথ্যভাষায় কথা বলতে থাকে, হালান ও কয়েকজন মারার জন্য উদ্যত হয়। এরপর তাদের কিনে আনা স্ট্যাম্পে সম্পাদকের সই নেয়, ব্যাঙ্কের চেক পাতা ও ভোটার কার্ড এর ফটোকপি করে নেয়। তারা সমানে হুমকি দিতে থাকে, চেক ও স্ট্যাম্পে সই না দিলে এখান থেকে ছাড়বো না। তোদের মা হাসিনা পালিয়েছে, তোরা হিন্দুরা বাংলাদেশে কিভাবে থাকবি? তোর বউ বেশি খারাপ, ও আমাদের দেখতে পারে না। ওকে মুসলমানদের দিয়ে গ্যাং রেপ করাতে হবে তবে আমাদের চিনবে ও পছন্দ করবে।

এসময় নিজাম মোল্লা হালান বলেন, তোরা মুসলমানের শত্রু। এ দেশে তোদের ও ইসকনের কোন স্থান নেই।  তোদের মতো লোকের পিসিয়ে মারার মতো লোক আমিই যথেষ্ট।

সম্পাদক বলেন, তুই আমার ছোট বেলার বন্ধু। তুই কিভাবে এত নোংরা ও নিকৃষ্ট কথা বলতে পারিস হালান? এটা শুনে হালান সম্পাদক প্রকাশক প্রমিথিয়াস চৌধুরীর উপর আরো বেশি চড়াও হয়। শেষে এগুলো নিয়ে সম্পাদককে ছেড়ে দেন।

স্যার বলেন, যে আজ আমি হিন্দু বলে এরা আমাকে এভাবে ফাঁসিয়ে তলিয়ে দিতে চায়। এই আমার সোনার বাংলা?

ঘটনার পরে থানায় অভিযোগ দায়ের করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের ধরার চেষ্টা করেন। তাদেরকে না পেয়ে স্থানীয় লোকদেরকে স্টাম্প ও চেকসহ আগামীকাল সকাল ১০টার মধ্যে থানায় হাজির হতে কঠোর নির্দেশ দিয়ে ফিরে আসেন।


এ ক্যটাগরির আরো খবর..