× Banner
সর্বশেষ
সাভারে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আহ্বান পরিবেশ উপদেষ্টার অর্জুনকে যুদ্ধে কনভেন্স করার বক্তব্যই গীতা -জহির উদ্দিন স্বপন মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক মহানবী (সা.) -ধর্ম উপদেষ্টা পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তি, বাড়ছে পাকিস্তানের উপর ইসরায়েলের দূরত্ব বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে জেনারেল হাসপাতাললে ৭ দালালকে কারাদন্ড বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে”- আনিসুর রহমান তালুকদার সৌদি আরবে অবৈধ প্রবাসীদের সুখবর দিলো সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য শারদীয় দুর্গাপূজার সূচনায় মহালয়া আজ

পিআইডি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন পেয়েছে সাঁইত্রিশ প্রতিষ্ঠান

অনলাইন ডেক্স
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ইলিশ মাছ রপ্তানির বিষয়ে শর্তসাপেক্ষে সাঁইত্রিশটি প্রতিষ্ঠানের অনুকূলে ১ হাজার ২ শত মেট্রিক টন ইলিশ রপ্তাণির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ১৬ সেপ্টেম্বর হতে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত এ রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

ইলিশ মাছ রপ্তানির ক্ষেত্রে সরকার যেসব শর্ত আরোপ করেছে তাহলো-রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে; এ অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর ২০২৫ হতে ০৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে; প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ন্যূনতম ১২.৫ মার্কিন ডলার হতে হবে; শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে; পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণ হতে প্রকৃত রপ্তানির পরিমাণ সংক্রান্ত সকল তথ্য প্রমাণক দাখিল করতে হবে; অনুমোদিত পরিমাণের চেয়ে বেশী রপ্তানি করা যাবে না; প্রতিটি পণ্যচালান রপ্তানিকালে শুল্ক কর্তৃপক্ষ ASYCUDA World System পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি না করার বিষয়টি নিশ্চিত হবেন; এ অনুমতি কোনভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রপ্তানিকারক কোনক্রমেই নিজে রপ্তানি না করে Sub-Contract প্রদান করতে পারবেন না; এবং সরকার প্রয়োজনে যে কোন সময় এ রপ্তানি অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।

আজ বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস. এইচ. এম. মাগ্‌ফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..