× Banner
সর্বশেষ
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বরিশাল আসছেন প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি বরিশালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর

ডেস্ক

ইরানে বিখ্যাত অভিনেত্রী তারানেহ আলিদুস্তি আটক

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
তারানেহ

ইরানে চলমান প্রতিবাদ বিক্ষোভের পক্ষে কথা বলায় বিখ্যাত অভিনেত্রী ও অনুবাদক তারানেহ আলিদুস্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিচার বিভাগ এ খবর জানিয়েছে।

নিজের দাবির পক্ষে তথ্যপ্রমাণ সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় বিচারিক কর্তৃপক্ষের আদেশে তাকে গ্রেফতার করা হয়। বিচার বিভাগের মিজান অনলাইন নিউজ ওয়েবসাইটে এ কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়, সাম্প্রতিক বিষয় নিয়ে ভিত্তিহীন কথা বলায় আলিদুস্তিসহ আরো কিছু সেলিব্রেটিকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক কিংবা গ্রেফতার করা হয়েছে। আলিদুস্তি (৩৮) ইরানের অন্যতম সেরা অভিনেত্রী ও অনুবাদক। তিনি ২০১৬ সালের অস্কার জয়ী সিনেমা ‘দ্য সেলসম্যান’এ অভিনয় করে ব্যাপক পরিচিতি পান।

তিনি গত ৮ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহসিন সেকারির মৃত্যুদন্ড নিয়ে কথা বলেন। ওইদিনই বিক্ষোভে জড়িত থাকার দায়ে মোহসিনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। আলিদুস্তি তার কমেন্টে বলেন, ‘আপনার নিরবতা মানে অত্যাচার ও অত্যাচারীকে সমর্থন করা। প্রতিটি আন্তর্জাতিক সংস্থা যারা এই রক্তপাত দেখছে কিন্তু কোন ব্যবস্থা নিচ্ছে না তারা মানবতার কলংক।

উল্লেখ্য, তারানেহ আালিদুস্তি ১৭ বছর বয়সে অভিনয় শুরু করেন। তিনি ইরানের সেরা অভিনেত্রী হিসেবে বিবেচিত হয়ে আসছেন। হিজাব পরাকে কেন্দ্র করে পুলিশি হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর কুর্দি তরুনী মাশা আমিনির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইরানে বিক্ষোভ শুরু হয়। আলিদুস্তি বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়ে নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট দিয়েছেন। ইরানের বিচার বিভাগ বলছে, বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত হাজার হাজার লোককে আটক করা হয়েছে। এর মধ্যে চারশ জনকে ১০ বছর পর্যন্ত কারাদন্ড দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..