নিউজ ডেস্কঃ ইয়েমেনের মুকাল্লায় ইফতার করার সময় ইয়েমেনী সৈন্যদের ওপর পৃথক চারটি বোমা হামলা করা হয়। এ ঘটনায় নারী ও শিশুসহ ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন। গতকাল আত্মঘাতী এ বোমা হামলার ঘটনাগুলো ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোমা হামলাকারী ব্যক্তি ইফতার বণ্টনকারীদের মত ছদ্মবেশ ধারণ করেছিল। শহরের পশ্চিমাঞ্চলের ওই নিরাপত্তা চৌকিতে হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। বাকি ৩টি হামলা হয় মুকাল্লা শহরের কেন্দ্রে।
হতাহতের ঘটনা বেশি ঘটে সর্বশেষ হামলাটিতে। হামলাকারী জোর করে সেনা সদস্যদের মধ্যে গিয়ে নিজেকে উড়িয়ে দেয়।
বার্তা সংস্থা এএফপি জানায়, নিহত সৈন্যরা সৌদি জোট সমর্থিত হাদ্রামি এলিট ইউনিটের সদস্য। গত এপ্রিলে আল-কায়দার কাছ থেকে তারাই মুকাল্লা পুনর্দখল করে।
চলমান গৃহযুদ্ধে এ পর্যন্ত অনেক হতাহতের ঘটনা ঘটেছে দেশটিতে। জাতিসংঘের হিসাব মতে সৌদি জোটের হামলার পর থেকে এ পর্যন্ত ৬৪০০ জনেরও বেশি নিহত ও ২৮ লক্ষ ঘরবাড়ি ছেড়েছে।