বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ইন্টারনেট ব্যবস্থা প্রায় এক ঘন্টা বন্ধ থাকার পর সচল হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ভাইবার বন্ধের নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)।
তবে এর পর থেকেই সারা দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যায়।
বুধবার (১৮ নভেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির এক কর্মকর্তা বিষয়টি জানান।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকার কথা বলা হলেও এক ঘণ্টার কিছু বেশি সময় পর ইন্টারনেট সচল করা হয়। এসময় ফেসবুক সচল পাওয়া গেলেও হোয়াটসঅ্যাপ, ভাইবার, ম্যাসেঞ্জার এখনো ঠিকমতো কাজ করছে না।