শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক ও বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের নেতারা একাধিক বৈঠক করলেও তাতে কার্যত কোনো ফল আসেনি। এরই মধ্যে শান্তিচুক্তির প্রস্তাব দিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ইতালি।
তবে ইউক্রেন যুদ্ধের অবসানে ইতালি যে শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে তা ভেবে দেখছে বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো।
আন্দ্রেই রুদেনকো বলেন, সম্প্রতি প্রস্তাবটি পাওয়ার পর আমরা এটি এখন পড়ে দেখছি। তবে ওই প্রস্তাবের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। তিনি বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই জানায়, প্রস্তাব নিয়ে রাশিয়া ও ইতালির মধ্যে এখনো কোনো আলোচনা হয়নি।