14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে ৫ হাজার বাংলাদেশি শ্রমিকের মানবেতর জীবনযাপন

ডেস্ক
August 19, 2025 5:38 am
Link Copied!

ইতালিতে বৈধভাবে প্রবেশের তিন বছর পার হওয়ার পরও রেসিডেন্স পারমিট না পাওয়ায় ৫ হাজার বাংলাদেশি শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। তারা বহুল প্রতীক্ষিত বাসস্থানের অনুমতি না থাকায় পুলিশের হয়রানির মুখে পড়ছেন।

শুক্রবার (১৫ আগস্ট) রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হককে স্মারকলিপি দেন ভুক্তভোগী শ্রমিকরা।

জানা যায়, ইতালির স্পনসর ভিসা ২০২২ ও ২০২৩-এর আওতায় হাজার হাজার বাংলাদেশি শ্রমিক দেশটিতে প্রবেশ করেছেন। তবে বৈধভাবে প্রবেশের পরও প্রায় ৫ হাজার শ্রমিক এখনও রেসিডেন্স পারমিট (Permesso di Soggiorno) পাননি। মালিক বা প্রতিষ্ঠানের অসহযোগিতা, প্রশাসনিক জটিলতা ও আইনি বাধার কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন।

এরপর সামাজিক সংগঠন ‘ধূমকেতু’র অফিসে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন ভুক্তভোগীরা। তারা জোর দাবি জানিয়েছেন, ইতালিতে বৈধ ভিসাধারী শ্রমিকদের দ্রুত রেসিডেন্স পারমিট প্রদান, পুলিশের হয়রানি বন্ধ ও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আগামী ৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি বাংলাদেশ সফরে আসছেন। ভুক্তভোগীরা আশা প্রকাশ করেছেন, সরকারের উচ্চপর্যায়ের কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এই সংকট সমাধান হবে।