× Banner
সর্বশেষ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ দগ্ধ ফায়ার কর্মীদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউপি সদস্যকে গুলি করে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/UP-member-shot.jpg

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসে ঢুকে রুপকারী ইউনিয়ন পরিষদের সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ ২৪ ফেব্রুয়ারি বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সমর বিজয় চাকমার বাড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের পশ্চিম মগবান গ্রামে। তিনি এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর পৌনে ১টার দিকে উপজেলা সদরে অবস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস কক্ষে বসেছিলেন রুপকারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সমর বিজয় চাকমা (৩৮)। এসময় তিনজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলযোগে গিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে ঢুকে সমর বিজয় চাকমাকে গুলি করে। ঘটনাস্থলেই সমরের মৃত্যু হয়। দুর্বৃত্তরা অফিসের বাইরে বের হয়ে ফাঁকা গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

বাঘাইছড়ি থানার ওসি মো. আনোয়ার জানান, পুলিশ খবর পেয়ে সমরের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত করে আইনুগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর ঘটনাস্থলে ২৭-বিজিবির লে. কর্নেল আনোয়ার হোসেন ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম পরিদর্শন করেছেন।

এদিকে এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক জোসি চাকমা অভিযোগ করেন, জেএসএস সন্তু লারমা দলের অস্ত্রধারীরা তার দলের উপজেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদককে উপজেলা পরিষদ কক্ষে পিআইও অফিসে গিয়ে গুলি করে হত্যা করেছে।

তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে জেএসএস সন্তু লারমা দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ত্রিদিপ চাকমা জানান, তার দলের কোনো সন্ত্রাসী কার্যক্রম নেই। তার দল পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করছে।

বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার সদস্যরা এলাকায় টহল জোরদার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..