13yercelebration
ঢাকা

ইউক্রেন লিভিভ শহরে বর্তমানে সফর করেছেন অ্যাঞ্জেলিনা জোলি

নিউজ ডেক্স
May 1, 2022 11:28 am
Link Copied!

অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন লিভিভ শহরে বর্তমানে সফর করেছেন। সফরে বাস্তুচ্যুতদের সঙ্গে কথা বলে তাদের দুর্দশতার কথা শুনেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য মতে, দুই মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের এক কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সফরকালে বাস্তুচ্যুত মানুষদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলেন অ্যাঞ্জেলিনা জোলি। তারা জোলিকে জানান, কর্তব্যরত একজন মনোরোগ বিশেষজ্ঞ প্রতিদিন ১৫ জন মানুষের সঙ্গে কথা বলেন। স্বেচ্ছাসেবকেরা তাকে আরও জানান, রেলস্টেশনে আশ্রয় নেওয়াদের মধ্যে বেশির ভাগ শিশু, যাদের বয়স দুই থেকে ১০ বছর।

শিশুদের এমন ভয়াবহ পরিস্থিতি দেখে সহমর্মিতা প্রকাশ করেন জোলি। ইউক্রেন সফরে রুশ বাহিনীর হামলায় ঘরবাড়ি হারিয়ে লিভিভের একটি রেলস্টেশনে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে দেখা করেন জোলি।

পরে রাশিয়ার হামলায় আহত শিশুদের দেখতে একটি হাসপাতালে যান জোলি।

http://www.anandalokfoundation.com/