13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনে যুদ্ধে যেতে অস্বীকৃতি যুদ্ধ ফেরত সেনাদের

Link Copied!

ইউক্রেন যুদ্ধ শুরুর পর সম্মুখ সমর থেকে পাওয়া অভিজ্ঞতার কারণে রুশ অনেক সেনা যুদ্ধে ফিরে যেতে অস্বীকৃতি জানাচ্ছে বলে জানিয়েছেন, রাশিয়ান মানবাধিকার-বিষয়ক আইনজীবী এবং কর্মীরা।

এক রুশ সেনা বলেন, চলতি বছরের শুরুতে পাঁচ সপ্তাহ ইউক্রেনে লড়াই করেছেন। তিনি অন্যকে হত্যা করা ও অন্যকে মারার জন্য ইউক্রেনে ফিরে যেতে চাই না।

বর্তমানে তিনি এখন রাশিয়ার নিজ বাড়িতে অবস্থান করছেন এবং সম্মুখ সমরে যাওয়া এড়াতে আইনি পরামর্শ নিচ্ছেন। ইউক্রেনে ফিরে যাওয়া এড়াতে এই রকম আইনি পরামর্শ নিতে আইনজীবীদের দ্বারস্থ হওয়া শত শত রাশিয়ান সেনার মধ্যে একজন।

তিনি আরো বলেন, আমরা চোখ বাঁধা বিড়াল ছানার মতো ছিলাম। আমাদের সেনাবাহিনীর কর্মকাণ্ডে আমি অবাক হয়েছি। আমাদের সরঞ্জাম দিতে তারা বেশি খরচ করতে রাজি না। কেন যে সেগুলো দেওয়া হলো না?

আইনজীবী তাদের বলেন, হেডকোয়ার্টারে ফিরে তাদের চিঠি লিখে জানানো উচিত তারা ‘নৈতিক ও মানসিকভাবে ক্লান্ত’ এবং ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে আর পারবেন না।

আইনজীবীর পরামর্শে চিঠি দেওয়া হলে পরবর্তীতে সের্গেইকে জানানো হয়, নিজ ইউনিটে ফিরে যাওয়া গুরুত্বপূর্ণ। কারণ, এভাবে চলে গেলে তা পদত্যাগ হিসেবে ধরা হবে এবং এতে তাকে সাজার মুখে পড়তে হবে।

রাশিয়ার মানবাধিকার-বিষয়ক আইনজীবী অ্যালেক্সি তাবালভের মতে, রাশিয়ায় চুক্তিবদ্ধ সেনা সদস্যদের চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নিজ ইউনিটে থাকতে সেনা কমান্ডাররা ভয়ভীতি দেখান। তবে তাবালভ এও বলেছেন, রাশিয়ার সামরিক আইনে এমন একটি ধারা আছে, যেখানে সেনাদেরকে যুদ্ধে যাওয়ার নির্দেশ প্রত্যাখ্যানের সুযোগ দেওয়া হয়েছে।

http://www.anandalokfoundation.com/