ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। দেশটি সতর্ক করেছে, রাশিয়ায় ইউক্রেনের জঙ্গি হামলা ও নাশকতামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হামলা জোরদার করা হয়েছে।
রাশিয়া বলেছে, রাতজুড়ে সমুদ্র থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইউক্রেনের শহরের একটি কারখানায় আঘাত করেছে। যেখানে উড়োজাহাজ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা ও রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়।
সীমান্তের ওপারে বেশ কয়েকটি রুশ শহরে হামলার জন্য হেলিকপ্টার পাঠিয়েছে ইউক্রেন। তবে তা যাচাই করা হয় নি।