13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আমরা একটি নতুন রাষ্ট্র গড়তে চাই : ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল

Link Copied!

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, আমরা একটি নতুন রাষ্ট্র গড়তে চাই। রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে ২৫ হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা, কয়েকশ সেতু এবং ১২টি বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে।

রুশ আগ্রাসনে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, পাঁচ শতাধিক মেডিকেল কেন্দ্র ও দুই শতাধিক কারখানা ধ্বংস হয়ে গেছে। দেশের শতকরা ৩৫ শতাংশ অর্থনৈতিক কার্যাক্রম স্থবির হয়ে গেছে।

তিনি আরও বলেন, দেশের তিন লাখ বর্গ কিলোমিটার এলাকা বোমা কিংবা মাইনের কারণে দূষিত হয়ে গেছে। দেশের জিডিপির ৩০ থেকে ৫০ শতাংশই কমে গেছে। মাসিক বাজেটে ৫ বিলিয়ন মার্কিন ডলার ঘাটতি দেখা দিয়েছে।

ইউক্রেনের অবকাঠামোগত এবং অর্থনীতির সরাসরি ক্ষতির পরিমান প্রায় ছয়শ বিলিয়ন মার্কিন ডলার বলে অনুমান করা হচ্ছে। শ্যামিহাল বলেন যে সরকার অবিলম্বে পুনর্গঠনের জন্য ৫০ বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ করেছে।

তিনি বলেন, পরবর্তী পর্যায়ে বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো প্রধান অবকাঠামো মেরামত এবং সেতু ও রাস্তা পুনর্গঠন করা হবে। তৃতীয় পর্যায়ে ‘দেশের সেরা পুনর্গঠন’ করা হবে বলে জানিয়েছেন তিনি।

http://www.anandalokfoundation.com/