× Banner
সর্বশেষ
গৌরনদীতে পিস্তল সহ যুবক আটক এশিয়া কাপ ফাইনালে যদি বৃষ্টিতে ভেস্তে যায় ইতালির ভুয়া নুলস্তা দেখিয়ে প্রতারণা, গ্রেফতার -১ ফরিদপুরে বিকালে সাংবাদিককে শ্রমিকদল ও যুবদল নেতার হুমকি, রাতে ক্ষমা প্রার্থনা ফরিদপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার আমৃত্যু কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় মাদ্রাসা শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন  শ্যামনগরে তথ্য অধিকার দিবস পালিত মাদারীপুরে নিরাপদ খাদ্য আইনে বেকারীর মালিককে ১ লক্ষ টাকা জরিমানা শারদীয় দুর্গোৎসবের মূল আকর্ষণ ফরিদপুরের আলফাডাঙ্গার একান্ন সতীপীঠ ঢাকায় প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হবে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবন

ইউএনও বরাবরে অভিযোগ- ছাতকে নির্বাচনী কাজে আনসার নিয়োগে অনিয়ম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে প্রশিক্ষিত আনসার নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই অনিয়মের বিষয়ে মঙ্গলবার পৌর এলাকার বাঁশখলা আবাসিক এলাকার আনসার সদস্যদের পক্ষ থেকে যৌথ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ একাধিক দপ্তরে পাঠানো হয়েছে।

লিখিত ওই অভিযোগে থেকে জানা যায়, প্রায় ৩ সপ্তাহ পূর্বে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য একটি তালিকা তৈরী করে জমা দেয়া হয়।

কিন্তু কর্তৃপক্ষ তা আমলে না নিয়ে স্থানীয় আনসারদের বাদ দিয়ে বহিরাগত আনসারদের নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও সম্প্রতি দূর্গাপূজার প্রতিটি মন্ডপে ৬ জন করে নিয়োজিত আনসার সদস্য নিয়োগ দেয়া হলেও ৪/৫জন সদস্য দিয়ে পূজার ডিউটি করিয়ে অতিরিক্ত আনসারদের নামে হাজার হাজার টাকা একটি সংঘবদ্ধ দালাল চক্র পিসির সহায়তায় লোপাট করা হয়েছে। পূজা মন্ডাপের কাজ শেষে আনসার সদস্যদের ভাতা প্রদান কালেও অধিকাংশ আনসারদের কাছ থেকে ৫শ’ টাকা করে কেটে রাখা হয়েছে বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ছাতক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তামিম আল জামাল অভিযোগের বিষয়ে বলেন, অভিযোগকারী আনসার সদস্যদের তালিকা যথা সময়ে পাওয়া যায়নি বলেই এটি গ্রহন করা হয়নি। পূজা মন্ডপ ডিউটির আনসার সদস্যদের কাছ থেকে ৫শ’ টাকা আদায়ের বিষয়টি সঠিক নয়।


এ ক্যটাগরির আরো খবর..