গোপাল কুমার, আশাশুনি ব্যুরোঃ আশাশুনিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস’১৭ উপলক্ষ্যে র্যালী ও আরোচনা সভা অনষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পরিষদের মেইন গেটে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, ভেটেনারী সার্জন ডাঃ মিজানুর রহমান, মেডিকেল অফিসার সাইফুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসান প্রমূখ।