× Banner
সর্বশেষ
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বরিশাল আসছেন প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি বরিশালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর

আলপনা নামের এক গৃহবধূকে যৌতুকের জন্য গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা।

admin
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

দুলাল পাল:মানিকগঞ্জ জেলায় ঘিওর থানায় তেরশ্রী গ্রামে যৌতুকের দাবী পূরণ করতে না পারায় পাষন্ড স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক নববধূ।

নির্যাতিতা নববধূ পারিবারিক সূত্রে জানা যায়,  মানিকগঞ্জ জেলায় দৌলতপুর থানায় রৌহা গ্রামের নিমাই সরকারের মেয়ে আলপনা সরকারের সাথে ২ বছর পূর্বে একই জেলায় ঘিওর থানায় তেরশ্রী গ্রামের সুবল রায়ের ছেলে তাপস রায়ের সাথে বিয়ে হয়।

বিয়ের সময় সুবল রায়ের পরিবারের চাহিদা অনুয়াযী বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়। সম্প্রতি সুবল রায় ও তার ছেলে মিলে আলপনা রাণীর বাবার বাড়ী থেকে আরো ৮ লক্ষ টাকা দাবী করে।

কিন্তু আলপনা তার পিতার কাছ থেকে যৌতুকের টাকা না আনতে পারায় আলপনা রাণীকে তার শাশুড়ি কল্পনা রানী ও তার ননদ অপু মিলে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

তাছাড়া আলপনা রাণীর শ্বশুর সুবল দত্ত তার স্বামী তাপস দত্ত যখন তখন শারীরিক অত্যাচার করে। এছাড়া আলপনার আরেক ননদ ডলির স্বামী দিপংকর ঘোষ আলপনা রাণীকে নানা ভাবে অত্যাচার করার জন্য প্ররোচনা দিয়ে যাচ্ছে। দিপংকর ঘোষ স্থানীয় আশা ব্যাংকের কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..